1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
এপ্রিলে সড়কে প্রাণ গেল ৬৭৯! - দৈনিক আমার সময়

এপ্রিলে সড়কে প্রাণ গেল ৬৭৯!

আমার সময় অনলাইন
    প্রকাশিত : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

এপ্রিল মাসে সারাদেশে সড়ক দুর্ঘটনায় অন্তত ৬৭৯ জন প্রাণ হারিয়েছেন। আহত হন আরও ৯৩৪ জন। এসব দুর্ঘটনায় কমপক্ষে ২ হাজার ১১৯ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। 

এ তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। তারা আরও বলছে, চালকদের মাঝে অসুস্থ প্রতিযোগিতা এবং অপরিকল্পিত সড়কের কারণেই দুর্ঘটনা বাড়ছে। নিয়ম মানলে ৭০ শতাংশ দুর্ঘটনা কমবে বলছে সংস্থাটি।

জাতীয় দৈনিক, ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন নিউজ পোর্টালসহ বিভিন্ন সংবাদ মাধ্যম এবং নিজস্ব তথ্য-উপাত্তের ভিত্তিতে এপ্রিল মাসে দেশজুড়ে সড়ক দুর্ঘটনার প্রতিবেদনটি তৈরি করে রোড সেফটি ফাউন্ডেশন।

এতে দেখা যায়, গেলো মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৬৭২টি, যেখানে প্রায় ৭শ’ মানুষ মারা যান। আহতের সংখ্যা প্রায় ১ হাজার।

সেফটি ফাউন্ডেশন বলছে, নিহতদের মধ্যে মোটরসাইকেল আরোহী ২৫৯, বাসযাত্রী ৩৪, প্রাইভেটকার-মাইক্রোবাস-পাজেরো জীপ আরোহী ৪৫ এবং পথচারী ১১৩ জন। থ্রি হুইলার যাত্রী ১৩১, ট্রাক-পিকাপণ্ডকাভার্ডভ্যানের আরোহী ৬৫ এবং বাইসাইকেল ও প্যাডেল রিকশা আরোহী ১০ জন।

দুর্ঘটনাগুলোর মধ্যে ২৩৫টি জাতীয় মহাসড়কে, ২৬৬টি আঞ্চলিক সড়কে এবং ৮৭টি গ্রামীণ সড়কে ঘটেছে। শহরের সড়কে দুর্ঘটনা ৭৯টি। দুর্ঘটনা কমাতে আইন মেনে চলার আহবান রোড সেইফটি ফাউন্ডেশনের।

এপ্রিল মাসে চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি ১৩২টি দুর্ঘটনা ঘটেছে এবং ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১৭৬ জন নিহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com