গত সোমবার বিকাল অনুমান সময় ৪ ঘটিকায় উত্তরা পশ্চিম থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানাধীন ১৩ নং সেক্টরস্থ গাউছুল আজম এভিনিউ এর ৫৪ নং বাসার Wellbeing Pharmacy এর সামনে পাঁকা রাস্তার উপর মাদক ক্রয়-বিক্রয় হইতেছে এমন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ, উত্তরা পশ্চিম থানা, ডিএমপি, ঢাকা এর দিকনির্দেশনায় উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাদকসহ আসামীকে গ্রেফতার করে। এসময় পুলিশ আসামীর হেফাজত হতে সর্বমোট ১২০০ (এক হাজার দুইশত) পিচ ইয়াবা ট্যাবলেট (মাদক) উদ্ধারসহ মাদক বহন কাজে ব্যবহৃত ০১টি মটরসাইকেল ও ০৩ টি মোবাইল ফোন জব্দ করে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৩,৬০,০০০/- (তিন লক্ষ ষাট হাজার) টাকা।
গ্রেফতারকৃত আসামীর নাম ঠিকানা: মোঃ সোহেল হাওলাদার @ সোহাগ সরদার(৩৫), পিতা-মৃত-ছাইদুল হাওলাদার @ নুর ইসলাম সরদার, মাতা-মৃত-ছালেহা বেগম @ সাফিয়া, সাং-উঃ আমড়া গাছিয়া (জীবন দুয়ারী সরদার বাড়ী), থানা-সরনখোলা, জেলা-বাগেরহাট।
ঘটনার বিষয়ে উত্তরা পশ্চিম থানার মামলা নং-১৯, তারিখ-১১/০২/২০২৫ খ্রি. ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১০(ক)/৩৮ রুজু পূর্বক গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়ছে।
Leave a Reply