1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ঈগল ১ বাস লিমিটেডের শুভ উদ্বোধনে দোয়া ও ইফতার মাহফিল এবং আলোচনা সভায়  - দৈনিক আমার সময়

ঈগল ১ বাস লিমিটেডের শুভ উদ্বোধনে দোয়া ও ইফতার মাহফিল এবং আলোচনা সভায় 

আমার সময় অনলাইন ডেস্বক
    প্রকাশিত : শনিবার, ২২ মার্চ, ২০২৫

মেয়র ডা: শাহাদাত হোসেন বলেছেন, নতুন ব্রিজ এলাকায় একটি আছিরেই বাস টার্মিনাল উদ্বোধন করা হবে। কোন গাড়িকে রাস্তার উপর পার্কিং করতে দেওয়া হবে ন।

বাংলাদেশের অধিকাংশ নাগরিক চাকরি কিংবা পড়ালেখার উদ্দেশ্যে শহরমুখী হয়। প্রতিবছর যখন ঈদ আসে তখন সবাই ঘরমুখো হয়। ফলে বছরের দুই ঈদে ঘরমুখো মানুষের স্রোত গণপরিবহনের উপর প্রচন্ড চাপ সৃষ্টি করে। আর এটাকে মোক্ষম সুযোগ হিসেবে গ্রহণ করে গণপরিবহন সেক্টরের একটি অসাধু সিন্ডিকেট। মানুষের চাহিদার ব্যাপকতার কারণে দুষ্টু সিন্ডিকেট চক্র গাড়ি ভাড়াকে সাধারণ সময়ের তুলনায় দুই থেকে তিন গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয়। এক্ষেত্রে অজানা কারণে প্রশাসনের কোন হস্তক্ষেপ জনগণ দেখতে পায় না। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে চক্রটি আবার সক্রিয় হয়ে উঠার সম্ভাবনা পরিলক্ষিত হচ্ছে। তাই ঘরমুখো লাখো মানুষ তাদের দুর্দশা লাঘবে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে।

ঈগল ১ বাস লিমিটেড এর শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল এবং আলোচনা সভা মোহাম্মদ জাসিম ও ইয়াকুব খান এবং মোজাম্মেল হক সোহেল এর উপস্হাপনায় সাবেক কাউন্সিলর ইয়াসিন চৌধুরী আশু এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলি বলেন।

এতে প্রধান বক্তা হিসেব উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন নগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, হাজি নবাব খান, নুরু হোসেন নুরু, মো মাহবুব, মোহাম্মদ মূছা, আকতার মেম্বার, ইদরীস আলম, তাহের জামান, মো বাসু, মো রাশেদ, মো সোহেল, মো শামিম, মো হিরা, মো সানি, লিটন, সোহেল, মো ওমর ফারুক  রানা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com