1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
আর্মি গলফ ক্লাবে সম্মিলিত পরিষদের মেজবানি অনুষ্ঠিত  - দৈনিক আমার সময়

আর্মি গলফ ক্লাবে সম্মিলিত পরিষদের মেজবানি অনুষ্ঠিত 

নাজমুল ইসলাম মন্ডল, উত্তরা, ঢাকা 
    প্রকাশিত : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
আসন্ন বিজিএমইএ নির্বাচন উপলক্ষে সম্মিলিত পরিষদের উদ্যোগে আলোচনা ও ঝাঁকজমক পূর্ণ  মেজবানি অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, চৈতী গ্রুপের চেয়ারম্যান, সম্মিলিত পরিষদের সাধারণ সম্পাদক আবুল কালাম গতকাল শনিবার গার্মেন্টস ফেক্টরীর মালিকদের উদ্দেশ্যে এ আয়োজন করেন।
মেজবানি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চৈতী গ্রুপের চেয়ারম্যান আবুল কালাম। তিনি বলেন বিজিএমইএ-কে সামনের দিকে এগিয়ে নিতে আপনাদের সহযোগিতা প্রয়োজন।সম্মিলিত পরিষদের অর্জন টেকসই পোশাক শিল্পের উন্নয়ন অব্যাহত রাখতে যাকে এ পরিষদ দায়িত্ব দিবে আমি তার পক্ষেই কাজ করবো।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন  রশিদ গ্রুপের চেয়ারম্যান এম কপিল উদ্দিন আহমেদ।
এ সময় বক্তারা বলেন, তৈরী পোশাক শিল্পের অর্জন ও অগ্রযাত্রার আগামীর সম্ভাবনা এবং  সংকটে, অর্জনে দূর্জয় সম্মিলিত পরিষদ। এ পরিষদ ১৯৯৩ সালে সৃষ্টি হয়।
অর্জনে আপোষহীন সংকটে যোদ্ধা! এ পরিষদ গতকাল  শনিবার বাংলাদেশ গোলফ গার্ডেন,আর্মি গলফ ক্লাবে মেজবানির আয়োজন করেন।
মেজবানি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর সাবেক সভাপতি  আব্দুল আউয়াল মিন্টু, বিসিবির সভাপতি ফারুক হোসেন ও বাফুফে সভাপতি তাবিদ আউয়াল।
উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও সাবেক বিজিএমই সভাপতি রেদোয়ান আহমেদ, সাবেক বিজিএমইএ সভাপতি মেঃ মোস্তফা গোলাম কুদ্দুস,সাবেক বিজিএমই সভাপতি ইঞ্জিনিয়ার কুতুবুদ্দিন আহমেদ, সাবেক বিজিএমইএ সভাপতি এস এম ফজলুল হক, সাবেক বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন বিটিএমএ প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল,বিকেএমইএ নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান। উপস্থিত ছিলেন সম্মিলিত পরিষদ চট্টগ্রাম এর সভাপতি এরশাদ উল্লাহ ও সাধারণ সম্পাদক তানভীর আহমেদ।
এছাড়াও বাংলাদেশের সর্ববৃহৎ গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠানের  সহস্রাধীক মালিক উপস্থিত ছিলেন।
এ সময়, সাবেক বিজিএমইএ এর কয়েকজন নেতৃবৃন্দ বলেন, পোশাক শিল্পে সবুজ বিপ্লব ঘটাতে পরিশ্রমি যোগ্য নেতার প্রয়োজন। সম্মিলিত পরিষদ একটা পরিবার, আমরা সবাই এক ও অভিন্ন। এ যাবতকালের গার্মেন্টস শিল্পে যত অর্জন সবই  সম্মিলিত পরিষদ থেকে এসেছে।
এ সময় তারা বলেন, শীতকালে আমাদের দেশে কিছু বট কোয়াল দেখা যায়। ঠিক সে রকম নির্বাচন আসলে কিছু বট কোয়াল বের হয়ে আসে। তাদের কাছ থেকে সকলকে সতর্ক থাকতে হবে।
এসময় বিজিএমইএ এর সাবেক নেতারা বলেন, সংকট মোকাবেলায় আমাদেরকে একত্রিত হয়ে মিলে মিশে  কাজ করতে হবে। তাদের মধ্যে অনেকেই আগামীর নেতা হিসেবে চৈতী গ্রুপের চেয়ারম্যান আবুল কালামকে সমর্থন দিয়ে বক্তব্য রাখেন।
পোশাক শিল্প প্রতিষ্ঠান বিজিএমইএ’র আসন্ন নির্বাচন  উপলক্ষে আয়োজিত মেজবান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  সম্মিলিত পরিষদের সভাপতি, বিজিএমইএ এর সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান।
অনুষ্ঠান শেষে বাসমতি চাউলের সাদা ভাত,গরুর কালা ভুনা,গরুর রেজালা,বুটের ডাল দিয়ে খাশির গোস্ত, মাশডাল ও দই দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com