শেফস ফেডারেশন অফ বাংলাদেশ আয়োজিত ২০ অক্টোবর রবিবার রেডিসন ব্লু তে অনুষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল শেফ ডে ২০২৪ সারা বিশ্বের মত বাংলাদেশও জমকালো পূর্ণভাবে ইন্টারন্যাশনাল শেফ ডে পালিত হয়
এতে অংশগ্রহণ করেন সারা দেশ থেকেএক হাজারেরও বেশি শেফ
এই শেফ দের মিলন মেলায় আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, অনুষ্ঠানে জাদু প্রদর্শনী করেন এ সময়ের জন প্রিয় জাদু শিল্পী জাদু রাজ বিপ্লব,
জাদু রাজ বিপ্লব ৪০ মিনিট জাদু দেখিয়ে ১০০০ শেভের চোখে তাক লাগিয়ে দেন,তার জাদু দেখে সবাই মুগ্ধ হন,এই অনুষ্ঠান বিষয়ে জাদু রাজ বিপ্লব বলেন, খুব ভালো লাগলো শেফদের এই অনুষ্ঠানে জাদু দেখাতে পেরে
যখন শেফস ফেডারেশন অফ বাংলাদেশ থেকে আমাকে ইনভাইট করে তখন আমি খুব আনন্দ উপভোগ করি কেনো জানি!
জাদু রাজ বিপ্লব আরো বলেন, আমি জাদু দেখানোর মাঝখানে ১০০০ শেফ কে বলি আমিও কিন্তু এক জন শেভ তবে আপনার মত না,
আমি জাদুকর শেফ, আপনার আগুন দিয়ে রান্না করেন আর আমি করি আগুন ছাড়া এই বলে দর্শক সারি থেকে ২ জন,শেফ কে ডেকে নিয়ে আসে,
তার পর শুধু চাল দিয়ে আগুন ছাড়া এই ১০০০ শেফদের সামনে মুড়ি ভেজে সবাই কে খেতে দেন,
এভাবে এক টানা ৪০ মিনিট জাদু দেখিয়ে সবাই কে মুগ্ধ করেন,
জাদু রাজ বিপ্লব বলেন গত ৪ বছর ধরে তাদের মিলন মেলায় জাদু প্রদর্শনী করছি, শেফ ফেডারেশন অফ বাংলাদেশ এর প্রেসিডেন্ট জহির ভাই খুব ভালো একজন মানুষ, তাকে আমার খুব ভালো লাগে,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ খাসিক হামুদি
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এর চেয়ারম্যান এ কে এম আক্তার হোসেন প্রমাণিক, টুরিস্ট পুলিশের প্রধান ভারপ্রাপ্ত আইজিপি মোঃ আবু কামাল সিদ্দিক, বিগ্রেডিয়ার জেনারেল আবু সাঈদ মোহাম্মদ আলী সিইও সেনা হোটেল ডেভেলপমেন্ট লিমিটেড। একুশের টেলিভিশনের চেয়ারম্যান এবং সিইও আব্দুস সালাম, বিশিষ্ট রন্ধন শিল্পী কেকা ফেরদৌসী
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট জহির খান,সাধারন সম্পাদক বোরহান খান,যুগ্ন সাধারণ সম্পাদক জালাল আহমেদ,সিনিয়র সহ- সভাপতি জসিম উদ্দিন, আবুল বাসার,লেভেল শিশির রডরিক সহ বাংলাদেশের ফাইভ স্টার হোটেল সিনিয়র শেফ রা,
সব শেষে রেফেল ড্র ও পুরস্কার বিতরনের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষনা করা হয়।
Leave a Reply