1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
আনোয়ারায় ইউপি ভবন স্থানান্তের ষড়যন্ত্রে স্থানীয়দেন প্রতিবাদে  - দৈনিক আমার সময়

আনোয়ারায় ইউপি ভবন স্থানান্তের ষড়যন্ত্রে স্থানীয়দেন প্রতিবাদে 

আনোয়ারা(চট্টগ্রাম)প্রতিনিধি:
    প্রকাশিত : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ইউনিয়ন পরিষদ স্থানান্তর করার ষড়যন্ত্রের প্রতিবাদ করছে স্থানীয়রা। এনিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও বরাবর স্মারকলিপি দিয়েছে তারা।

 

রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ইউএনও কার্যালয়ে স্থানীয়দের পক্ষে হয়ে হোসেন এলাহী নামের এক স্থানীয় লিখিতভাবে এই স্মারকলিপি দেন। বর্তমানে উপজেলার ৫নং বরুমছড়া ইউনিয়ন পরিষদ ইউনিয়নের সওদাগর দিঘির মোড়ে অবস্থিত রয়েছে।

 

সেখানে উল্লেখ করা হয়, বর্তামনে ৫নং বরুমছড়া ইউনিয়ন ইউনিয়ন পরিষদটি ১৯৮৬ সাল থেকে ইউনিয়নের সওদাগর ডিঘির পাড়ে অবস্থিত রয়েছে। এই ইউনিয়নের বর্তমান জনসংখ্যা ৩৩হাজার ২৩৭জন। যাতায়াতের কারণে এই জায়গায় অবস্থিত ইউনিয়ন পরিষদ সবার জন্য সুবিধাজনক বলে জানানো হয়। কিন্তু এর মধ্যে একটি কুচক্রী মহল ইউনিয়ন পরিষদ স্থানান্তরের জন্য পায়তারা করতেছে সেখানে যাতায়ত পুরো ইউনিয়নের নাগরিকদের জন্য অযৌক্তিক।

এর মধ্যে ৫নং বরুমচড়া ইউনিয়ন পরিষদের স্থানীয় জনগণ সওদাগর দিঘীর পাড় হতে ইউনিয়ন পরিষদ কার্যালয় স্থানান্তরের জন্য আপত্তি জানানো হয়। তবে কুচক্রিমহল কৌশল অবলঙ্গন করে সরকারী বিভিন্ন দফতরে মিথ্যা তথ্য দিয়ে যে কেনোভাবেই ইউনিয়ন পরিষদ কার্যালয় স্থানাভরের জন্য অবৈধ চেষ্টা করে যাচ্ছে বলে অভিযোগ করা হয়।

 

আব্দুল হাকিম নামের এক স্থানীয় জানান, সওদাগর দিঘির পাড়ে অবস্থিত এই পরিষদ জরাজীর্ণ অবস্থা হলেও আওয়ামী সরকারের আমলে দুর্নীতির কারণে উক্ত ভবণ সংস্থার করা সম্ভব হয় নাই। মূলত চিহ্নিত একটি মহল পরিষদের ত্রাণ তহবিল লুট করতে তারা এসব পায়তারা করতেছে। তারা সরকারি নিজস্ব স্বার্থ হাসিল ও পুনরায় দুর্নীতি করার সুযোগ সন্ধান নিতে এই অসৎ উদ্দেশ্য নিয়ে কাজ করতেছে।

 

স্থানীয়দের পক্ষে প্রতিবাদলিপি দেওয়া হোসেন এলাহী জানান, একটি গ্রুপ পরিষদের সুযোগ সুবিধা লুট করতে চাই। কারা করতে চাই তারা চিহ্নিত। এলাকাবাসী তাদের প্রতিরোধ করবে। যেখানে অন্তবর্তী সরকার। ফ্যাসিস্ট চেয়ারম্যান কারাগারে। সেখানে এমন সিন্ধান্ত কল্পনা করা যায় না। আমরা এলাকাবাসী আরো বড় পরিসর প্রতিবাদ কর্মসূচীতে যাব। তারা যদি সরে না যায়। প্রশানকে এই অসৎ উদ্দেশ্য বুঝতে হবে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তাহমিনা আক্তার বলেন, আমরা প্রশাসক নিয়োগ করেছি। তারা বিষয়টি বিবেচনা করে উভয় পক্ষে কথা বলে যেটা ভাল মনে হয় সেটি করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com