প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, মামলার অনেক জট। বাংলাদেশের আদালত গুলোতে প্রায় ৩৫ লাখ মামলা পেন্ডিং আছে। চেষ্টা করা হচ্ছে মামলাগুলোকে একটা সহনশীল পর্যায়ে নিয়ে আসার। যাতে মানুষ দিনের পর দিন আদালতের বারান্দায় না ঘুরে।
তিনি বলেন, ইতিমধ্যে বাংলাদেশের ৬৪ টি জেলার মধ্যে ৩৪ টিরও বেশি জেলায় যতগুলো মামলা ফাইল হয়েছে নিষ্পত্তির রেট তার চেয়ে বেশি হয়েছে। যদি ১২৫% মামলা, যা ফাইল হয় তার চেয়ে বেশি নিষ্পত্তি করতে পারি, দেখা যাবে আগামী ৪/৫ বছরে একটি সহনশীল পর্যায়ে নিয়ে এসেছে।
তিনি বলেন, ১০২ জন নতুন বিচারক নিয়োগ দেওয়ার জন্য প্রসেস ফাইনাল হয়েছে। এ বছর কিংবা আগামী বছরের প্রথম দিকে নতুন করে আরও ১০০ জন বিচারক নিয়োগ দেওয়া হবে। বিচারক নিয়োগ প্রক্রিয়া শেষ হলে মামলা নিষ্পত্তির হারও বৃদ্ধি পাবে।
তিনি বলেন, আমরা পরিশ্রম করতে চাই, পরিশ্রম করেই এই মামলার জট খুলতে চাই।
প্রধান বিচারপতি আজ বিকালে জামালপুর জেলা জজ আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থীদের জন্য বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জের’ ভিত্তি প্রস্থর স্থাপন শেষে এসব কথা বলেন।
Leave a Reply