1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
আগামী দুই দশক দেশের রাজনীতিতে তরুণদের প্রভাব থাকবে: নাহিদ ইসলাম - দৈনিক আমার সময়

আগামী দুই দশক দেশের রাজনীতিতে তরুণদের প্রভাব থাকবে: নাহিদ ইসলাম

আমার সময় ডেস্ক
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের ফলস্বরূপ আগামী ২০ বছর বাংলাদেশের রাজনীতি ও সমাজে তরুণদের প্রভাব অব্যাহত থাকবে।

এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, ব্যাপক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আবির্ভূত তরুণ প্রজন্ম তাদের চিন্তাভাবনা, ধারণা ও কর্মকাণ্ডের মাধ্যমে কমপক্ষে আগামী দুই দশক ধরে রাষ্ট্র, রাজনীতি ও সমাজকে ব্যাপকভাবে প্রভাবিত করবে।

জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে জুলাইয়ের গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পৃষ্ঠপোষকতায় সারা দেশে প্রায় দুই মাসব্যাপী ‘তারুণ্যের উৎসব, ২০২৫’ উদযাপনের প্রাক্কালে এই সাক্ষাৎকার দেন উপদেষ্টা।

নাহিদ ইসলাম বলেন, অভিজ্ঞতার অভাব ও অন্যান্য সীমাবদ্ধতা সত্ত্বেও তরুণরা সম্ভাব্য সব উপায়ে দেশের জন্য অবদান রাখতে চায়। দীর্ঘস্থায়ী স্বৈরশাসনের পতনের পর বাংলাদেশের তরুণ প্রজন্ম কীভাবে দেশ পুনর্গঠনে অবদান রাখছে, তা এখন সমগ্র বিশ্ব প্রত্যক্ষ করছে।

ডাক ও টেলিযোগাযোগ এবং আইসিটি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকারী নাহিদ ইসলাম আশাবাদী যে, তরুণদের ওপর জনগণের আস্থা ও বিশ্বাস আগামী দিনে আরও সুদৃঢ় হবে। তাদের ওপর জনগণের আস্থা ও বিশ্বাস আগামী দিনে আরও দৃঢ় হবে, এবং তারা দেশের উন্নয়নে ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, তরুণদের কর্মসংস্থানের বিষয়টি অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকারের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এবং তাই সরকার গণঅভ্যুত্থানের আহ্বানের সঙ্গে সঙ্গতিপূর্ণ কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তাদের উৎসাহিত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

নাহিদ ইসলাম স্মরণ করিয়ে দেন, গণঅভ্যুত্থানটি শুরু হয়েছিল চাকরি ও কর্মসংস্থান সম্পর্কিত দাবির মাধ্যমে, এবং এরই মধ্যে সরকারের কর্মসূচিতে এ বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়া হয়েছে।

সঠিক শিক্ষা ব্যবস্থার অভাবের কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, সঠিক শিক্ষা ব্যবস্থার অভাবে বিগত ১৬ বছরে জাতি সামাজিক অগ্রগতিতে উল্লেখযোগ্য পতন প্রত্যক্ষ করেছে। তাই সরকারকে দেশের শিক্ষা খাতের উন্নতির দিকেও মনোযোগ দিতে হবে বলেও দৃষ্টিপাত করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com