1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
অভিনেত্রী নয়, এবার যে পরিচয়ে আসছেন ফারিণ - দৈনিক আমার সময়

অভিনেত্রী নয়, এবার যে পরিচয়ে আসছেন ফারিণ

অনলাইন ডেস্ক
    প্রকাশিত : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

টেলিভিশন, ওটিটি এবং সিনেমা। তিন মাধ্যমেই নিজের অভিনয় দক্ষতায় দর্শক মন জয় করেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এবার একেবারেই নতুন পরিচয়ে হাজির হচ্ছেন তিনি। অভিনয়ের পাশাপাশি নিজের চিন্তাধারা ও সৃজনশীল ভাবনা পর্দায় ফুটিয়ে তুলতে তৈরি হচ্ছেন প্রযোজক হিসেবে।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে ফারিণ লিখেছিলেন, ‘আমি যদি প্রোডাকশন হাউস খুলি, তাহলে এর নাম কী দেওয়া উচিত?’

তার এই প্রশ্নে ভক্তরা নানা নাম প্রস্তাব করেন। কিছু প্রস্তাবে সাড়া দিয়েও মন্তব্য করেন ফারিণ, ‘অনেক চমৎকার কিছু সাজেশন দিচ্ছেন আপনারা, ধন্যবাদ।’

এরপর বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপেও মুখ খুলেছেন তিনি। ফারিণ বলেন, ‘অনেক দিন ধরেই ভাবছি নিজের মতো কিছু করার। তাই একটি প্রযোজনা প্রতিষ্ঠান শুরু করার পরিকল্পনা করছি, যেখানে নিজের চিন্তাভাবনাগুলো বাস্তবে রূপ দিতে পারব।’

তিনি আরও জানান, বছরের শেষ দিকেই তার নতুন প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। প্রথম কাজ হিসেবে প্রকাশ পাবে তার গাওয়া একটি নতুন গানের মিউজিক ভিডিও, যার সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। আগেও একসঙ্গে কাজ করেছেন এই দুই শিল্পী।

তাসনিয়া ফারিণ জানিয়েছেন, আপাতত সংগীত ভিডিও দিয়েই প্রযোজনার কাজ শুরু করতে চান তিনি। তবে ভবিষ্যতে নিয়মিতভাবে নিজের ব্যানারে নানা কাজ করারও পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে অভিনয়ে কিছুটা বিরতি নিয়েছেন ফারিণ। গত ঈদে মুক্তি পাওয়া তার সিনেমা ‘ইনসাফ’-এর পর থেকে নতুন কোনো প্রজেক্টে তাকে দেখা যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com