1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
অবৈধ দুই ইটভাটার ৩ লাখ টাকা জরিমানা - দৈনিক আমার সময়

অবৈধ দুই ইটভাটার ৩ লাখ টাকা জরিমানা

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
    প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

লক্ষ্মীপুর জেলায় বায়ু দূষণ বন্ধে অভিযান চালিয়ে দুটি অবৈধ ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

 

লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের মেসার্স আরাফাত ব্রিকস ও তেওয়ারীগঞ্জ ইউনিয়নেফ মোহনা ব্রিকসকে এ জরিমানা করা হয়েছে ।

 

 অভিযানে ভাটাগুলোর চিমনি ভেঙে দিয়ে মালিকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

 

গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) সদর উপজেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয় যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

 

জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিব্বির আহমেদ এতে নেতৃত্ব দেন।

 

পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারি পরিচালক হারুন অর রশিদ পাঠান বিষয়টি নিশ্চিত করেন।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্র, সদর উপজেলার কুশাখালী ও তেওয়ারীগঞ্জ ইউনিয়নে অবৈধ দুই ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

 

 এ সময় ইটভাটায় পরিবেশ ছাড়পত্র, লাইসেন্স না থাকা এবং জ্বালানি কাঠ ব্যবহার করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে আরাফাত ব্রিকসের মালিক মো. জামালকে ১ লাখ ৫০ হাজার টাকা ও মোহনা ব্রিকসের মালিক সবুজ মাঝিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

 এ সময় চিমনি ভেঙে পানি দিয়ে ব্যবহারের অনুপযোগী করে দিয়ে ভাটাগুলো বন্ধ রাখার জন্য মুচলেকা গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com