1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
অপারেশন ডেভিল হান্টে আ. লীগের ১১ নেতাকর্মী আটক - দৈনিক আমার সময়

অপারেশন ডেভিল হান্টে আ. লীগের ১১ নেতাকর্মী আটক

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
    প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

লক্ষ্মীপুরে ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মীকে আটক করেছে জেলা পুলিশ।

 

মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপার বিষয়টি নিশ্চিত করেন।

 

আটককৃত লক্ষ্মীপুরের সদরে ৪ জন, রায়পুরে ২ জন, রামগঞ্জে ৩ জন ও রামগতিতে ২ জন।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- লক্ষ্মীপুর সদরের আওয়ামী লীগ নেতা মাহফুজুর রহমান সোহেল, যুবলীগ নেতা আবদুল মালেক, সাইফুল ইসলাম, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তৌহিদুল ইসলাম, রায়পুরের আওয়ামী লীগ নেতা তছলিম উদ্দিন, ওমর ফারুক, রামগঞ্জে উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহবুবুর রহমান টিটু, চন্ডিপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন, কাঞ্চনপুর ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক মানিক হোসেন, রামগতিতে যুবলীগ নেতা মো. রুবেল ও ছাত্রলীগ নেতা আকতার হোসেন বিপ্লব।

 

জেলা পুলিশ সূত্র, গত সোমবার থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত তাদেরকে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটক করে পুলিশ। তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন বলেন, অভিযান চালিয়ে ১১ জনকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com