1. : admin :
সিইউএসডি'র প্রতিষ্ঠাবার্ষিকী ও পিঠা উৎসব অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

সিইউএসডি’র প্রতিষ্ঠাবার্ষিকী ও পিঠা উৎসব অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিতর্ক সংগঠন ‘চিটাগং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেট’র (সিইউএসডি) ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও পিঠা উৎসব আয়োজিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এটি অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে ‘চিটাগং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেট’র সাধারণ সম্পাদক ইলহাম শারার বলেন, ২০০৯ সাল থেকে ‘চিটাগং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেট’র যাত্রা শুরু হয়। আজকে ২৫শে জানুয়ারি ‘সিইউএসডি’র ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী। চবির বুদ্ধি ভিত্তিক চর্চা এবং বিতর্ক চর্চার অন্যতম একটি সংগঠন ‘সিইউএসডি’। সে উপলক্ষে আমরা পিঠা উৎসব এবং রম্য বিতর্কের আয়োজন করেছি। এছাড়াও সারাদিন ব্যাপী আমাদের বিভিন্ন কর্মসূচি ছিল। আমাদের কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপন করেছি এবং শিক্ষক শিক্ষার্থীদের রৌম্য বিতর্কের আয়োজন করেছি। এছাড়াও সাংস্কৃতিক উৎসবের আয়োজন করেছি।

সংগঠনের সভাপতি ফারহানা খান যুঁথী বলেন,
আজকে ‘সিইউএসডি’র ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের সারাদিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ছিল। এর মধ্যে ছাত্র শিক্ষক রৌম্য বিতর্ক, পিঠা উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। আমি প্রিয় সংগঠন ‘সিইউএসডি’র উত্তরোত্তর সফলতা কামনা করছি।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ শে জানুয়ারী “যুক্তিবোধের উন্মোচনে সহযোগ সম্মিলন” স্লোগানকে ধারণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিতর্ক চর্চার নতুন এক দৃষ্টান্ত সৃষ্টি করার লক্ষ্যে যাত্রা শুরু করে সিইউএসডি। কালের বিবর্তনে বহু বাধা পেরিয়ে সেদিনের সংগঠনটি আজ পরিণত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নয়নাভিরাম প্রাকৃতিক পরিবেশে শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক সৃজনশীলতা এবং চিন্তার পরিমন্ডলকে শাণিত করার লক্ষে কাজ করে যাচ্ছে সিইউএসডি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com