1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
শরীয়তপুর জেলায় কারিগরি শাখায় শ্রেষ্ঠ শিক্ষক শফিকুল ইসলাম সোহেল - দৈনিক আমার সময়

শরীয়তপুর জেলায় কারিগরি শাখায় শ্রেষ্ঠ শিক্ষক শফিকুল ইসলাম সোহেল

মো. ফারুক হোসেন ,জেলা প্রতিনিধি, শরীয়তপুর
    প্রকাশিত : বুধবার, ৮ মে, ২০২৪
জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৪ এ শরীয়তপুর  জেলার কারিগরি শাখায় শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন ডামুড্যা উপজেলার কৃতি সন্তান কনেশ্বর শ্যামা চরণ এডওয়ার্ড ইনস্টিটিউশনের ট্রেড ইন্সট্রাক্টর শফিকুল ইসলাম সোহেল। শরীয়তপুর  জেলার ছয়টি উপজেলার কারিগরি শিক্ষকদের মধ্যে প্রতিযোগিতামূলক যাচাই-বাছাই করে তাকে নির্বাচিত করা হয়। তিনি শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার শিধলকুড়া ইউনিয়নের দ্বিগশুল গ্রামের মো: তোরাব আলী সরদারের  ছেলে। শফিকুল ইসলাম ২০১০ সালে শরীয়তপুরের আলহাজ্ব ইমাম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ে ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবে চাকরি জীবন শুরু করেন। ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে চাকরি করছেন। ডামুড্যা উপজেলা কনেশ্বর শ্যামা চরণ এডওয়ার্ড ইনস্টিটিউশনে ২০২০ সাল থেকে তিনি কর্মরত আছেন। তিনি ২০২৩ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক,  জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। তিনি ডামুড্যা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। অভিজ্ঞতা, শিক্ষার মান উন্নয়ন, দক্ষ ব্যবস্থাপনা, শিক্ষাবান্ধব ও উদ্ভাবনী উৎকর্ষসহ নানা ক্যাটাগরি বিবেচনায় তাকে জেলার সেরা কারিগরি শিক্ষক  নির্বাচিত করা হয়।
শিক্ষকতার পাশাপাশি তিনি সাংবাদিকতা পেশায়ও নিয়োজিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com