1. : admin :
শেয়ারবাজারে লেনদেন ছাড়িয়েছে ১০৮৪ কোটি টাকা - দৈনিক আমার সময়

শেয়ারবাজারে লেনদেন ছাড়িয়েছে ১০৮৪ কোটি টাকা

অনলাইন ডেস্ক
    প্রকাশিত : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

দেশের শেয়ারবাজারে আগের দিনের ধারাবাহিকভাবে সোমবার লেনদেন বেড়ে ১ হাজার ৮৪ কোটি টাকা অতিক্রম করেছে। এদিন সূচকের মিশ্র প্রবণতা ছিল। অপরিবর্তিত ছিল অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর। বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৩ পয়েন্ট কমে ৬ হাজার ৩২৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে ১ হাজার ৩৭৪ পয়েন্টে, ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট ৩৭৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৩৭টি কোম্পানির। এ ছাড়া দরপতন হয়েছে ১৬০টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর। ডিএসইতে মোট ১ হাজার ৮৪ কোটি ৩ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯২১ কোটি ৪৪ লাখ টাকা। এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৮ পয়েন্ট কমে ১৮ হাজার ৭০৩ পয়েন্টে অবস্থান করছে। এ ছাড়া সিএসসিএক্স ২১ পয়েন্ট কমে ১১ হাজার ১৭২ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ১৬ পয়েন্ট কমে ১৩ হাজার ৩৪৬ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে ২১৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৪০টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত আছে ৭৮টির। দিন শেষে সিএসইতে ২৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com