1. : admin :
ভেড়ামারায় পুরুষের চেয়ে নারীদের ভিড় বেশি - দৈনিক আমার সময়

ভেড়ামারায় পুরুষের চেয়ে নারীদের ভিড় বেশি

কুষ্টিয়া জেলা প্রতিনিধি
    প্রকাশিত : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায় ধীরে ধীরে জমতে শুরু করেছে ঈদের বাজার। রমজানের প্রথম ১০ দিন কেনাকাটা কম হলেও ১৮ রমজান থেকে জমে উঠেছে কেনাকাটা। তবে ২০ রমজানের পর আরো জমজমাট কেনাকাটা শুরু হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। 
খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন মার্কেটে ভিড় রয়েছে। তবে পুরুষের চেয়ে নারী ক্রেতাই বেশি। ক্রেতাদের কাছে টানার প্রতিযোগিতায় নেমেছেন ব্যবসায়ীরা। ক্রেতাদের প্রতি লক্ষ্য রেখে দেশি ও বিদেশী বিভিন্ন পোশাকে সাজানো হয়েছে মার্কেটগুলো। দেশী ও বিদেশী শাড়ি, থ্রি পিস সহ নারীদের বিভিন্ন পোশাক বিক্রি হচ্ছে ধুম ধারাক্কা। ফ্যাশনের পাশাপাশি ঐতিহ্য তেও গুরুত্ব দিচ্ছেন নারীরা। আরো প্রচুর কালেকশনের পাশাপাশি দাম স্বাভাবিক থাকায় খুশি তারা। দোকানগুলো শাড়ি, থ্রি পিস, পাঞ্জাবি, জুতা বাচ্চাদের নানা রঙের কাপড় দিয়ে সাজানো হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, বাজারের অলিগলি মার্কেটসহ সব দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়সী মানুষের পদচারণায় মুখর বিভিন্ন দোকানগুলো। পুরুষের তুলনায় নারীদের ভিড় সবচেয়ে বেশি। এবার নতুন কালেকশনের মধ্যে রয়েছে সারারা, আলিয়া কার্ড, সাদা বাহার, ওয়াকা, তেরেনাম, সোহানা সহ নানা ধরনের নিত্য নতুন ডিজাইনের পোশাক রয়েছে।
শাড়ি, থ্রি পিসের পাশাপাশি প্রসাধনী, পারফিউম, কসমেটিক সামগ্রী, জুতা সহ বিভিন্ন পণ্য ক্রয় করছেন ক্রেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com