1. : admin :
বিভিন্ন হাউজিংয়ের অবৈধ দখলে থাকা ১৮ কোটি টাকা মূল্যের সরকারি জমি উদ্ধার - দৈনিক আমার সময়

বিভিন্ন হাউজিংয়ের অবৈধ দখলে থাকা ১৮ কোটি টাকা মূল্যের সরকারি জমি উদ্ধার

অনলাইন ডেস্ক
    প্রকাশিত : রবিবার, ৪ জুন, ২০২৩

মিরপুরের তিনটি হাউজিংয়ের অধীন ১.৪৮৪৪ একর সরকারি মহামূল্যবান খাস জমি আজ উদ্ধার করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ,মিরপুর রাজস্ব সার্কেল, ঢাকার আওতাধীন ধউর ভূমি অফিসের ধউর মৌজার সরকারী ১ নং খাস খতিয়ানের ১.৪৮৪৪ একর জমি অবৈধভাবে দখলে রেখেছিলো প্রতিষ্ঠান তিনটি।

উক্ত উদ্ধারকৃত জমি সিএস ও এসএ ১৭৬ দাগ, আর এস ৫০৫ দাগ এবং ঢাকা মহানগর জরিপের রূপান্তরিত ১২৩১ নং দাগে জমির পরিমান ০.৮৯০০ একর, ১২৮৫ নং দাগে জমির পরিমান ০.৩৯৩২ একর এবং ১২৯১ নং দাগে জমির পরিমান ০.২০১২ একর। অর্থাৎ ৩টি দাগে মোট খাস জমির পরিমান ১.৪৮৪৪ একর। উক্ত ভূমির বর্তমান আনুমানিক বাজার মূল্য ১৮,০০,০০,০০০ টাকা (আঠারো কোটি টাকা)।

উক্ত খাস জমিগুলো মিশন হাউজিং, উত্তরণ হাউজিং এবং রুহামা হাউজিং এর অবৈধ দখলে ছিলো।

জনাব মোহাম্মদ মমিনুর রহমান জেলা প্রশাসক ঢাকা মহোদয় এর নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) মিরপুর রাজস্ব সার্কেল, ঢাকা মহোদয় অদ্য ০৪/০৬/২০২৩ খ্রিঃ তারিখে অভিযান চালিয়ে উক্ত খাস জমি জেলা প্রশাসন ঢাকার দখল ও নিয়ন্ত্রনে নিয়েছেন।

জেলা প্রশাসক মো: মমিনুর রহমান আশাবাদ ব্যক্ত করেন এ ধরনের অভিযান অব্যাহত রেখে ঢাকা জেলার সকল সরকারি স্বার্থযুক্ত জমি উদ্ধার করা হবে। সরকারি সম্পত্তি রক্ষায় জেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com