1. : admin :
বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় এক্স স্টুডেন্ট'স ফোরামের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ - দৈনিক আমার সময়

বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় এক্স স্টুডেন্ট’স ফোরামের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ

আমার সময় অনলাইন
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪

মানুষ মানুষের জন্য-জীবন জীবনের জন্য” এ শ্লোগানকে সামনে রেখে এতিম, ছিন্নমুল ও পথ শিশুদেরমাঝে শীতবস্ত্র বিতরণ করেছে এক্স স্টুডেন্ট’স ফোরাম বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়,পাহাড়তলী চট্রগ্রাম। ফোরামের আহবায়ক রিয়াসাত সুমনের  সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ৭৬ ব্যাচের আবদুল হাই, ক্যাপ্টেন শওকুল ইসলাম, হামিদ হাসান, ফোরামের যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান বাদল, যুগ্ম আহবায়ক মোহাম্মদ মঈনুল ইসলাম, ৯০ ব্যাচ কাউসার হোসেন, ৯১ ব্যাচের মারুফ সোলাইমান, ৯৭ ব্যাচ ইয়াছিন পারভেজ  রাজু, ২০০০ মোজাফফর হোসেন রানা, মাজহারুল ইসলাম রাসেল,  প্রাক্তন ছাত্র মাসুদ, শফিক, সাগর, বাপ্পি প্রমুখ।

সভাপতির বক্তব্যে সুমন বলেন শীত বস্ত্র কিনতে না পেরে অসহায় মানুষ শীতজনিত নানা রোগে আক্রান্ত হওয়া ছাড়াও অনেকেই মানবেতর জীবন যাপন করছে। বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানের শুভ সুচনা হলো আজকের এই শীত বস্ত্র বিতরণের মধ্য দিয়ে। চট্টগ্রামের অন্যান্য মানবিক সংগঠনগুলো শীতার্ত, দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে এগিয়ে আসবে এই আশাবাদ ব্যক্ত করে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে ফোরামের পক্ষ থেকে এই ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত রাখার দৃঢ় অংগীকার ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com