1. : admin :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দখল মুক্ত করতে হাইওয়ে পুলিশের অভিযান - দৈনিক আমার সময়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দখল মুক্ত করতে হাইওয়ে পুলিশের অভিযান

মোঃ মজনু আহমেদ জীবন, কালিয়াকৈর (গাজীপুর)
    প্রকাশিত : সোমবার, ১ এপ্রিল, ২০২৪

আসন্ন ঈদে ঢাক-টাঙ্গাইল মহাসড়ক যানজট মুক্ত রাখতে ফুটপাতে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদ করল নাওজোড় হাইওয়ে থানা পুলিশ।

( ১ এপ্রিল) সোমবার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় অভিযান পরিচালনা করেন হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিওন এর সার্কেল এসপি

আহাম্মেদ রাজিউর রহমান , আরো উপস্থিত ছিলেন নাওজোড় হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শাহাদাত হোসেন , গাজীপুর জেলা ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশের সদস্যরা ফুটপাতের অস্থায়ী দোকান উচ্ছেদ করে। উচ্ছেদ অভিযান শেষ করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে  হাইওয়ে পুলিশের সার্কেল এসপি আহাম্মেদ রাজিউর রহমান জানান , ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রার অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিযান প্রক্রিয়া এটি একটি ধারাবাহিক চলমান প্রক্রিয়া মাধ্যম। হাইওয়ে পুলিশের পক্ষ থেকে মহাসড়কের ফুটপাতের দখল মুক্ত রাখতে এমন উচ্ছেদ অভিযান বছর জুড়েই চলে। মহাসড়কে দখল মুক্ত রাখতে সর্বক্ষণিক  আমরা তৎপর রয়েছি। এর ধারাবাহিকতায় আসন্ন ঈদুল ফিতর কে কেন্দ্র করে মহাসড়কে যানজট কমানোর লক্ষ্যে আমাদের এই অভিযান। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্র থেকে টাঙ্গাইল পর্যন্ত মহাসড়ক সম্পন্ন ফাঁকা করে যানবাহন চলাচল উপযোগী করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। উচ্ছেদ অভিযানে অবৈধ দোকান উচ্ছেদ মাধ্যমে দখল মুক্ত করা হয়েছে। পরবর্তীতে তারা আবার দখল করার চেষ্টা করলে আইন অনুভব ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com