1. : admin :
খেলাধুলা মানসিক বিকাশ ও শরীর গঠনে সহায়তা করে- ময়মনসিংহ শিক্ষা বোর্ড চেয়ারম্যান - দৈনিক আমার সময়

খেলাধুলা মানসিক বিকাশ ও শরীর গঠনে সহায়তা করে- ময়মনসিংহ শিক্ষা বোর্ড চেয়ারম্যান

শুভ বসাক
    প্রকাশিত : সোমবার, ১১ মার্চ, ২০২৪
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আবু তাহের বলেছেন, খেলাধুলাসহ সুস্থ সাংস্কৃতিক চর্চা সৃষ্টিশীল প্রজন্ম গঠনে কার্যকর ভূমিকা রাখে। খেলাধুলা মানসিক বিকাশ ও শরীর গঠনে সহায়তা করে। ক্রীড়ার মাধ্যমে খেলোয়াড় সুলভ মনোভাব তৈরির দ্বার উন্মুক্ত হয়।সেই লক্ষ্যেই প্রতি বছর এ কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।তিনি আরও বলেন,সারা বাংলাদেশের চেয়ে সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা এই কলেজে পড়ছে। অতএব তোমাদের পড়াশোনার পাশাপাশি সুস্থ মানসিক বিকাশের জন্য নৈতিক শিক্ষারও প্রয়োজন রয়েছে- গতকাল সোমবার (১১ মার্চ) সকালে ক্রীড়াই সুস্থতা, ক্রিড়াই বিনোদন’ এই স্লোগানে মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ খায়রুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর তাহমিনা পারভীন, শিক্ষক পরিষদের সম্পাদক ড. শিব্বির আহমেদ।স্বাগত বক্তব্য রাখেন- বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক আলাউদ্দিন। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com