ময়মনসিংহে খেলাফত মজলিস ময়মনসিংহ বিভাগের উদ্যোগে কেন্দ্রীয় ঘোষিত ৮ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে নগরীর টাউন হল প্রাঙ্গণে খেলাফত মজলিস ময়মনসিংহ বিভাগের সহকারী পরিচালক এডভোকেট মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও খেলাফত মজলিস ময়মনসিংহ মহানগরের সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল করিম ও মহানগরের সহ-সাধারন সম্পাদক হাফেজ মাওলানা মুফতি জোবায়ের আহম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,নায়েবে আমীর শায়খুল হাদীস আল্লামা আহমদ আলী কাসেমী।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,যুগ্ন সচিব মুহাম্মদ মুনতাসির আলী।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস মাওলানা সালাহউদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক ও সহকারী জোন পরিচালক সাহাব উদ্দিন আহমদ খন্দকার, ময়মনসিংহ জেলার সভাপতি অধ্যক্ষ মাওলানা খন্দকার মোঃ নজরুল ইসলাম, কিশোরগঞ্জ জেলার সভাপতি শায়খুল হাদীস মাওলানা আব্দুল আহাদ, টাঙ্গাইল জেলার সভাপতি মুফতি আবু তাহের তালুকদার, নেত্রকোনা জেলার সভাপতি মুফতি মাওলানা নুরুল হক।খেলাফত মজলিসের কেন্দ্র ঘোষিত আট দফা দাবির মধ্যে রয়েছে দলনিরপেক্ষ নির্বাচলকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচনের ব্যবস্থা, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ ও নিরাপত্তা নিশ্চিত করা, দ্বাদশ সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার বন্ধ, গ্রেপ্তার আলেম ওলামা ও নেতাকর্মীর মুক্তি ও মামলা প্রত্যাহার, রাজনৈতিক সভা-সমাবেশের অবাধ সুযোগ নিশ্চিত, পণ্যমূল্য কমিয়ে জনদুর্ভোগ লাঘব ও দুর্নীতি নির্মূল, বেকার সমস্যা সমাধান ও যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগদান, ধর্মীয় শিক্ষা সংকোচন নীতি বন্ধ ও বিতর্কিত পাঠ্যক্রম বাতিল।এ সমাবেশ উপস্থিত ছিলেন,খেলাফত মজলিসের বিভিন্ন উপজেলা জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।
Leave a Reply