1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
হোয়াটসঅ্যাপ ওয়েব ভার্সনেও আসছে চ্যাট লক ফিচার - দৈনিক আমার সময়

হোয়াটসঅ্যাপ ওয়েব ভার্সনেও আসছে চ্যাট লক ফিচার

আমার সময় অনলাইন
    প্রকাশিত : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪

ব্যবহারকারীর তথ্য গোপন ও নিরাপদ রাখার জন্য নতুন এক ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। মোবাইল ফোন ভার্সনের মতো এবার ওয়েব ভার্সনেও যোগ হতে চলেছে চ্যাট লক ফিচার। যেসব ব্যবহারকারী চ্যাট নিরাপদ ও ব্যক্তিগত রাখতে চান তারা এই ফিচারের মাধ্যমে সেটি আলাদা ফোল্ডারে সেভ রাখতে পারবেন। একবার চ্যাট লক করে ফেললে ওই কথোপকথন আর হোমস্ক্রিনে দেখাবে না। গোপন ফোল্ডারে জমা হবে। যা অ্যাক্সেস করার জন্য পিন বা পাসওয়ার্ড দিতে হবে। অর্থাৎ অন্য কেউ সেই চ্যাটগুলো দেখতে পাবে না। ডব্লিউএবিটাইনফোর রিপোর্ট অনুযায়ী, হোয়াটসঅ্যাপ ওয়েব ভার্সনে শিগগিরই নতুন চ্যাট লক আইকন যোগ হতে চলেছে। এটি অ্যাপের সাইডবারে থাকবে। সেখানে ক্লিক করে ব্যবহারকারী নিজেদের ব্যক্তিগত চ্যাট দেখতে পারবেন। এতে ব্যবহারকারী ডিভাইসে বায়োমেট্রিক্সের বাড়তি সুবিধা পাবে। মূল ডিভাইসে লক থাকলে ওয়েবেও লক থাকবে। এর আগে হোয়াটসঅ্যাপে লক করা চ্যাট শুধুমাত্র ব্যবহারকারীদের স্মার্টফোনে ছিল। তাই ব্যবহারকারী যদি একটি ব্রাউজারে হোয়াটসঅ্যাপের ওয়েব সংস্করণ ব্যবহার করতো তাহলে লক করা চ্যাটগুলো স্বয়ংক্রিয়ভাবে সবার কাছে দৃশ্যমান হতো। তবে নতুন চ্যাট লক ফিচারের কারণে ওয়েবেও সুরক্ষিত থাকবে চ্যাট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com