বাংলা ছবির শুভ মুক্তির দিন হলো শুক্রবার। সেই শুক্রবার ৮ সেপ্টেম্বর বাংলা ছবির সাথে হিন্দী ছবি ‘জাওয়ান’ দুই দেশে এক সাথে মুক্তি পাচ্ছে ৮ সেপ্টেম্বর নতুন ছবি মুক্তির জন্যে চলচ্চিত্র প্রযোজক সমিতিতে তালিকাভুক্ত বাংলা ছবি, সরকারী অনুদানের ছবি মুশফিকুর রহমান গুলজার পরিচালিত ‘দুঃসাহসি খোকা’ এবং দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘সুজন মাঝি’ ছবি ২টি। সেই সাথে দিপংকর দীপন পরিচালিত ‘অন্তর্জাল’ ছবিটিও সেন্সর ছাড়পত্র পাওয়ার পর মুক্তির ষোঘণা দিয়ে ছিলো। কথাছিলো শাহরুকের জাওয়ানের সঙ্গে ফাইট করবে অন্তর্জাল, কিন্তু ছবি মুক্তির মিছিল থেকে পিছু হটলো অন্তর্জাল ছবির পরিচালক। আনকাট সেন্সর ছাড়পত্র পাওয়া ও মুক্তির ষোঘণা দিয়েও পিছালো অন্তর্জাল। অপর দিকে বঙ্গবন্ধুর ছেলেবেলা নিয়ে নির্মিত মুশফিকুর রহমান গুলজার পরিচালিত ‘দুঃসাহসী খোকা’ ছবিটি বাংলাদেশ তথ্য মন্ত্রণালয়ের অনুমোদন ও ৪ আগস্ট সেন্সর ছাড়পত্র পাওয়ার পর ছবি মুক্তির মিছিল থেকে পিছেয়ে যান দুঃসাহসী খোকা ছবি। দেলোয়ার জাহান ঝন্টুর ছবি ‘সুজন মাঝি মুক্তির সাথে জাওয়ান দুই দেশে মুক্তি পাচ্ছে। ছবি মুক্তির দিনে শুক্রবার জাওয়ান মুক্তি নিয়ে মিডিয়ায় হুমকি মুলক কথা বলেছেন সিনিয়র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। প্রথম বারের মতো একই সঙ্গে বাংলাদেশে মুক্তি পেতে চলেছে বলিউড বাদশা শাহরুখ খানের ‘জাওয়ান’ ছবি। ছবির প্রচারে মুম্বাই থেকে দুবাইয়ে উচু ভবন র্বুজ খলিফায় যান শাহরুখ। সেখানে রাত ৯টায় প্রকাশিত হয়েছে ‘জাওয়ান’ ছবির অ্যারাবিক গান। প্রকাশ্যে এসেছে এ ছবির ট্রেইলারও। গত ২২ আগস্ট ভারতের সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে জাওয়ান। তামিল নির্মাতা অ্যাটলি কুমার এর সাথে প্রথম কাজ কিং খানের। তার নায়িকা নয়ন তারা, আছেন-বিজয় সেথুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামতি। দিপিকা পাডুকোন ও থালাপাতি বিজয়কে অথিতি চরিত্রে দেখা যাবে। দুঃসাহসী খোকা ছবিতে আছেন সৌম্য জ্যোতি, গোলাম কারিয়া ছন্দা, মাহমুদা সাহা ও আব্দুল আজিজ। অন্তর্জালে অভিনয় করেছেন-সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এবি এম সুমন, সুনেরা বিনতে কামাল। সাঈদ খান প্রযোজিত সিমন্তি প্রোডাকশন পরিবেশিত সুজন মাঝি ছবিতে অভিনয়ে-ফেরদৌস আহমেদ, নিপুন ও রাফিউদ্দিন সেলিম প্রমুখ।
Leave a Reply