‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে সোমবার থেকে রোববার পর্যন্ত সারা দেশে ভূমি সেবা সপ্তাহ-২০২৩ উদযাপন করা হবে।
সোমবার (২২ মে) সকালে সাড়ে ১১ টায় বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র ্যালি উপজেলার কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা চত্বরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপসী রাবেয়ার সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহরিয়ার রহমান, উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, উপজেলা সহকারি কমিশনার ভূমি তাপসী রাবেয়া, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মানিকুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ হাসান ইমাম বাবু প্রমুখ।
Leave a Reply