রোববার (১০ মার্চ) ‘দুর্নীতিমুক্ত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তথ্য অধিকারের প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়ন কার্যক্রমের অংশ হিসেবে জবির তথ্য অধিকার বিষয়ক এপিএ কমিটির আয়োজনে উপাচার্যের কনফারেন্স রুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী। সেমিনারে রিসোর্স পার্সন হিসেবে ছিলেন সাবেক তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার।
জবির জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক মো. তানভীর আহসানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন,ইন্সটিটিউটের পরিচালক ও বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ। পাশাপাশি উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তর প্রধান এবং সংশ্লিষ্টরা।
Leave a Reply