জামালপুরের ইসলামপুরে সমাজের বিত্তবানদের উদ্বুদ্ধকরণে ৩৮ জন দুঃস্থ গরিব পরিবারের মাঝে সরকারি যাকাত ফান্ডের অর্থে
সেলাই মেশিন বিতরণ করলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি।
মঙলবার সকালে উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশনের আয়োজনে পরিষদের সভাকক্ষে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান রুমান, ইসলামিক ফাউণ্ডেশনের উপ পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহসহ আরও অনেকেই।
পরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটুর সঞ্চালনায় সংক্ষিপ্ত এক আলোচনা সভা শেষে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩১টি পরিবারের মাঝে ২ বান্ডিল করে ঢেউটিন ও ৬হাজার টাকার চেক বিতরণ করেন ধর্ম প্রতিমন্ত্রী।
Leave a Reply