লক্ষ্মীপুর জেলায় সুবিধাবঞ্চিত প্রায় আড়াইশ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
গতকাল বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসন ও চররুহিতা ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে চররুহিতা ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. সালেহ্ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা।
জানা যায়, চররুহিতা ইউনিয়নের ৭টি প্রাথমিক বিদ্যালয়, ২টি উচ্চ বিদ্যালয় ও ১টি দাখিল মাদ্রাসার সুবিধাবঞ্চিত ২’শ ৫৫ জন শিক্ষার্থীর মধ্যে ১টি করে স্কুল ব্যাগ, জ্যামিতি বক্স, টিফিন বক্স, ৪টি খাতা ও ৬টি কলম দেওয়া হয়েছে।
এছাড়াও প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ১টি করে ডাস্টবিনও দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন – শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
Leave a Reply