1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
সীতাকুণ্ডে ওসির নেতৃত্বে কাঁচাবাজার মনিটরিং - দৈনিক আমার সময়

সীতাকুণ্ডে ওসির নেতৃত্বে কাঁচাবাজার মনিটরিং

অনলাইন ডেস্ক
    প্রকাশিত : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
শেখ নাদিম, সীতাকুণ্ড চট্টগ্রাম:
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে জনসাধারণের দুর্ভোগ লাঘবে পুলিশ সুপারের দিকনির্দেশনায় সীতাকুণ্ড থানা পুলিশের একটি টিম কাঁচাবাজার  মনিটরিং এর নামেন।
এই সময় অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদের নেতৃত্বে পুলিশের একটি টিম রবিবার উপজেলার বিভিন্ন বাজার পরিদর্শন করেন। কাচাবাজার, মাংসের দোকানদার, মুদি দোকানসহ বিভিন্ন ব্যবসায়ীকে বাজার দর স্থিতিশীল রাখতে ও সহজে দেখা যায় এরকম জায়গায় মূল্য তালিকা প্রদর্শন করতে অনুরোধ করেন তিনি।
সীতাকুণ্ড মডেল থানার সেকেন্ড অফিসার এসআই মুকিত হাসান বলেন, মাহে রমজান উপলক্ষ্যে জনসাধারণের দুর্ভোগ লাঘবে পুলিশ সুপারের দিকনির্দেশনায় সীতাকুণ্ড থানা এলাকার বিভিন্ন কাঁচাবাজার, মাংসের দোকান, ডিমের দোকান এবং নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্যের দোকানে বাজারদর মনিটরিং করার উদ্দেশ্যে সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) তোফায়েল আহমেদ বিভিন্ন বাজার পরিদর্শন করেন। পরিদর্শন কালে তিনি দোকান মালিকদের নানা রকম দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। মাহে রমজানের তৎপর্য অনুধাবন করে সাধারণ জনসাধারণের কষ্টের বিষয়গুলি বিবেচনায় রেখে ব্যবসা পরিচালনা করার অনুরোধ করেন। এছাড়াও তিনি প্রত্যেকটি মুদির দোকানে মূল্য তালিকা গুলি প্রকাশ্য স্থানে ঝুলিয়ে রাখার বিষয়ে জোর তাগিদ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com