1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সাতক্ষীরায় রসুনের দাম কমেছে কেজিতে ৭০-৮০ টাকা - দৈনিক আমার সময়

সাতক্ষীরায় রসুনের দাম কমেছে কেজিতে ৭০-৮০ টাকা

সিরাজুল ইসলাম শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি
    প্রকাশিত : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

সাতক্ষীরার মসলা বাজা‌রে রসু‌নের দাম ক‌মে‌ছে। সপ্তা‌হের ব্যবধানে প্রকারভেদে ‌পণ্যটির দাম কমেছে কে‌জি‌তে ৭০-৮০ টাকা।
সাতক্ষীরার মসলা বাজা‌রে রসু‌নের দাম ক‌মে‌ছে। সপ্তা‌হের ব্যবধানে প্রকারভেদে ‌পণ্যটির দাম কমেছে কে‌জি‌তে ৭০-৮০ টাকা। গতকাল সাতক্ষীরা জেলা সদ‌রের সুলতানপুর বড় বাজা‌রের ক‌য়েক‌টি মসলা আড়ত ও বিপণন প্রতিষ্ঠান ঘু‌রে এ তথ্য জানা গেছে।
আড়তদার ও ব্যবসায়ীরা বল‌ছেন, বাজা‌রে নতুন রসু‌নের সরবরাহ বে‌ড়ে যাওয়ার দাম ক‌মে‌ছে। সুলতানপুরের মসলা বিক্রয় প্রতিষ্ঠান মেসার্স সরদার স্টোরে গতকাল দেশী নতুন রসুন বি‌ক্রি হ‌য়ে‌ছে ৭০-৭৫ টাকা কে‌জি দ‌রে। এ সময় আমদানীকৃত চায়না রসুন বি‌ক্রি হ‌য়ে‌ছে কেজিপ্রতি ২৪০ টাকায়। দুই সপ্তাহ আগেও এ প্রতিষ্ঠা‌নে দেশী ও আমদানীকৃত রসুনের দাম ছিল যথাক্রমে ১৪০-১৫০ ও ২৫০-২৬০ টাকা।
দাম ক‌মে যাওয়ার বিষ‌য়ে প্রতিষ্ঠান‌টির স্বত্বা‌ধিকারী আব্দুল হা‌কিম জানান, বাজা‌রে নতুন দেশী রসু‌নের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। তাই দাম ক‌মে‌ছে। এ বাজা‌রের পাইকারি মসলা বিক্রয় আড়ত মেসার্স শাওন এন্টারপ্রাইজে গতকাল দেশী নতুন রসুন পাইকারিতে বি‌ক্রি হ‌য়ে‌ছে কেজিপ্রতি ৬০-৬৫ টাকায়। এ সময় আমদানীকৃত চায়না রসুনের দাম ছিল কেজিতে ২৩০ টাকা। দুই সপ্তাহ আগেও দেশী রসুন ১৩০ এবং চায়না রসুন ২৪৫ টাকা বি‌ক্রি হ‌য়ে‌ছে ব‌লে জানান প্রতিষ্ঠান‌টির স্বত্বাধিকারী ম‌নিরুল ইসলাম।
এ‌দি‌কে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দি‌য়ে ভারত থেকে রসুন আমদানি এক বছর ধরে বন্ধ আছে। চীন থেকে সীমিত হারে আমদানি হচ্ছে। ত‌বে দেশী রসুন বাজা‌রে আসার পর পর্যায়ক্রমে দাম কমছে।
সাতক্ষীরা জেলার দা‌য়িত্বপ্রাপ্ত কৃ‌ষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ এই প্রতিবেদককে ‌জানান, রসুনের পাশাপ‌শি পেঁয়াজ, আদা ও শুকনা ম‌রি‌চের দামও কমেছে। এর পরও রমজান মাসে,কোনো ব্যবসায়ী যেন অতিরিক্ত মুনাফা অর্জন করতে না পারে সে লক্ষ্যে নজরদারি বাড়া‌নো হ‌য়ে‌ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com