1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
‘সবার আগে বাংলাদেশ কনসার্ট’ সফল করার লক্ষ্যে চট্টগ্রামে প্রস্তুতি সভা - দৈনিক আমার সময়

‘সবার আগে বাংলাদেশ কনসার্ট’ সফল করার লক্ষ্যে চট্টগ্রামে প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক :
    প্রকাশিত : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ১১ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সবার আগে বাংলাদেশ কনসার্ট’। এই কনসার্ট সফলভাবে আয়োজনের লক্ষ্যে আজ ৬ এপ্রিল ২০২৫, শনিবার চট্টগ্রাম মহানগর বিএনপির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। নগর বিএনপির নাসিমন ভবন কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ।

সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, আর ইউ চৌধুরী শাহিন, শওকত আলম খাজা (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত), ইয়াছিন চৌধুরী লিটন, শিহাব উদ্দিন মুবিন (প্রচারের দায়িত্বপ্রাপ্ত)। আরও উপস্থিত ছিলেন সাবেক যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, সাবেক সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইকবাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু, সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ, নগর কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ আলমগীর, সদস্য সচিব মো. সাবের হোসেন টারজান, ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম এবং তাঁতীদলের আহ্বায়ক সেলিম হাফেজ ও সদস্য সচিব মনিরুজ্জামান মুরাদ।

সভায় নেতৃবৃন্দ বলেন, তরুণ সমাজকে স্বাধীনতা চেতনায় উদ্বুদ্ধ করতে এবং দেশপ্রেম জাগ্রত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ‘সবার আগে বাংলাদেশ কনসার্ট’ নামে একটি উদ্যোগ গ্রহণ করেছে। একযোগে দেশের চারটি বিভাগের ঢাকা, চট্টগ্রামসহ চারটি বিভাগে একই দিনে এই কনসার্ট অনুষ্ঠিত হবে।

চট্টগ্রামে কনসার্ট অনুষ্ঠিত হবে এম এ আজিজ স্টেডিয়ামে। এতে গান পরিবেশন করবেন জনপ্রিয় ব্যান্ডদল মাইলস, সোলস, আর্ক, লালন, অ্যাশেজ, সাবকনসাস, বে অব বেঙ্গল, তীরন্দাজ ও মেট্রিক্যাল। এছাড়াও পরিবেশনায় থাকবেন জনপ্রিয় সংগীতশিল্পী কিরণ দাস, ইমরান, কোনাল, চিশতি বাউল, তাসনিম আনিকা, সালমা, রায়হান, শুভ্র, মৌসুমী, ইথুন বাবু, পরাণ আহসান, আকলিমা মুক্তা ও ঋতুরাজ।

সভায় বক্তারা বলেন, এই কনসার্ট শুধু বিনোদন নয়, তরুণদের মাঝে একটি সচেতন রাজনৈতিক বার্তা পৌঁছে দিতে চায়। এ উদ্যোগ তরুণ প্রজন্মকে দেশের ইতিহাস ও স্বাধীনতার গৌরবময় অধ্যায় সম্পর্কে আরও বেশি আগ্রহী করে তুলবে।

আগামীকাল ৭ এপ্রিল ২০২৫, বিকেল ৩টায় নগর বিএনপি কার্যালয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের আরেকটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সকলকে সময়মতো উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com