২৬ রানে ৬ উইকেট পরে যাওয়ার পর যেখানে ফলোঅনের ভাবনা শুরু হয়ে গিয়েছিল, সেই খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে প্রথম ইনিংসে ২৬২ রান করেছে বাংলাদেশ। শেষ বিকেলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পাকিস্তান তুলেছে ৯ রান, হারিয়ে ফেলেছে ২ উইকেট। রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে রানে ২১ এগিয়ে আছে পাকিস্তান। ৮ উইকেটে ১৯৩ রান নিয়ে চা বিরতির পর তৃতীয় সেশনে খেলা শুরু করেছিল বাংলাদেশ। ক্রিজে এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকা লিটন দাস ছিলেন সেঞ্চুরির অপেক্ষায়। দুর্দান্ত ব্যাটিংয়ে সেঞ্চুরিটা ছুঁয়েছেনও লিটন। তিনি তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছোঁয়ার পর বাংলাদেশের অপেক্ষা ছিল লিড নেওয়ার। সেদিকটায় ভালোভাবেই এগোচ্ছিল টাইগাররা। তবে লিড নেওয়ার একদম দ্বারপ্রান্তে এসে তালগোল পাকালেন লিটন। দলের ২৬২ রানের মাথায় আঘা সালমানের বলে সাইম আইয়ুবের ক্যাচ হয়ে আউট হন তিনি। বাংলাদেশের লিডের স্বপ্নটাও যেন সেখানেই ধূলিসাৎ হয়ে যায়। ২২৮ বলে ১৩৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে সাজঘরে ফিরে যান লিটন। একই ওভারে শেষ ব্যাটার হিসেবে আউট হন নাহিদ রানা। ২৬২ রানে প্রথম ইনিংস শেষ হয় বাংলাদেশের। পাকিস্তান পায় ১২ রানের লিড। ৫১ বলে ১৩ রান করে অপরাজিত ছিলেন হাসান মাহমুদ। পাকিস্তানের হয়ে ৬ উইকেট তোলেন খুররাম শাহজাদ। ২টি করে উইকেট নিয়েছেন মির হামজা এবং আঘা সালমান। দ্বিতীয় ইনিংসে শেষ বিকেলে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনার আব্দুল্লাহ শফিককে ফিরিয়ে দেন টাইগার পেসার হাসান মাহমুদ। পরে দিনের শেষ বলে নাইটওয়াচম্যান খুররাম শাহজাদকে বোল্ড করে দেন হাসান। ২ উইকেট হারিয়ে ৯ রান তুলে দিনের খেলা শেষ করেছে পাকিস্তান। পাকিস্তানের লিড এখন ২১ রানের।
Leave a Reply