রোববার সকালে বিদ্যালয় মাঠে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা।
প্লে থেকে দ্বাদশ শ্রেনীর দুই হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ৯’শ ৭২ জনকে পুরস্কার প্রদান করা হয়েছে।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন – পরিচালক মাওলানা আবদুল করিম, বাকের হোসেন, উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ, সহকারি শিক্ষক ফারহানা আক্তার, ইসমাইল হোসেন, আতিকুর রহমান, মারজাহান মুন্নী, আবিদা বিন্তি, আশরাফুল ইসলাম প্রমুখ।
অতিথিরা বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ড শিক্ষার্থীদের মানসিক বিকাশে সহযোগিতা করে। তাদের মোবাইলবিমুখ রাখতে হবে এবং পড়ালেখায় মনোযোগী হতে হবে। ভালো ভাবে পড়ালেখা করে যোগ্য মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।
Leave a Reply