হিরো আলমকে রামপুরায় বেটার লাইফ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়েছে। সেখানকার চিকিৎসকরা তার পরীক্ষা-নিরীক্ষা করছেন। তারপর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ সোমবার বিকেলে হাসপাতাল থেকে এ তথ্য জানান হিরো আলমের প্রধান নির্বাচনী এজেন্ট।
সোমবার বিকেল ৩টার পর রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে যান হিরো আলম। এ সময় হিরো আলমের ওপর হামলা হয়েছে।
হিরো আলমের সহকারী সবুজ জানান, ‘ভুয়া বলে হিরো আলমের ওপর হামলা করা হয়েছে। যারা হামলা করেছে তারা ছাত্রলীগের লোক। আমাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। হামলায় হিরো আলম মারাত্মক আহত হয়েছেন। তার অবস্থা ভালো না।’
এদিকে, হিরো আলমকে দেখতে রামপুরায় বেটার লাইফ হাসপাতালে গেছেন আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা। তারা হিরো আলমের সঙ্গে কথা বলেছেন। হিরো আলমের অবস্থা ভালো আছে বলে তারা জানিয়েছে।
হিরো আলমের আরেক নির্বাচনী এজেন্ট বলেন, ‘হিরো আলমকে রামপুরায় বেটার লাইফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা দেখছেন, তার অবস্থা ভালো না। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমরা যদি নির্বাচনে জিতেও যাই, তাহলেও এই নির্বাচন বর্জন করলাম।’
প্রত্যক্ষদর্শীরা বলেন, কলেজ ভবনের করিডোর দিয়ে ভেতরে প্রবেশ করছিলেন হিরো আলম। সেখানে কয়েকজন ভক্ত তার সঙ্গে সেলফি তোলেন। এ সময় কয়েকজন তাকে বলেন, ‘এটা টিকটক ভিডিও করার জায়গা না’, ‘এটা ভোটকেন্দ্র’, ‘এটা গুলশান-বনানী’—এই বলে হিরো আলমকে মারতে শুরু করেন তারা। হামলাকারীদের গলায় ‘নৌকা’ প্রতীকের ব্যাজ ঝুলতে দেখা গেছে।
Leave a Reply