1. : admin :
রাজিবপুরে স্কুল মিল্ক কর্মসূচি উদ্বোধন - দৈনিক আমার সময়

রাজিবপুরে স্কুল মিল্ক কর্মসূচি উদ্বোধন

Reporter Name
    প্রকাশিত : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩

 

মোঃ শরিফুল ইসলাম, রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

 

আজ মঙ্গলবার (২১-০৩-২০২৩ খ্রিঃ) উপজেলা প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রনালয় ও প্রানিসম্পদ অধিদপ্তরের এর আয়োজনে চর রাজিবপুর উপজেলায় স্কুল মিল্ক কর্মসূচির উদ্বোধন করা হয়।

 

প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প এলডিডিপি স্কুল মিল্ক কর্মসূচি এর আওতায় উপজেলার রাজিবপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় এই কর্মসূচির উদ্বোধন করা হয়। পুষ্টিহীনতার কারণে নানা রোগসহ অনেক শিক্ষার্থী ক্লাসে মনোযোগ হারিয়ে ফেলছে। বিনামূল্যে ছাত্র-ছাত্রীদেরকে প্রকল্প মেয়াদকালীন প্রতিদিন ২৫০ গ্রাম করে দুধ দেওয়া হবে। অনুষ্ঠানে চর রাজিবপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত চক্রবর্ত্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: আকবর হোসেন হিরো, চেয়ারম্যান উপজেলা পরিষদ চর রাজিবপুর,  মেরাজ হোসেন মেজবাহ, সদস্য সচিব ও ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা,চর রাজিবপুর, রাজিবপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর ফারুকী, স্কুল কমটিরি সদস্য মেহেদি হাসান মিঠু।

 

উপজেলা নির্বাহী অফিসার অমিত চক্রবর্ত্তী বলেন, স্কুলের বাচ্চারা দুধ খেতে পারলে তাদের পুষ্টির চাহিদা মিটবে। তাদের মেধার বিকাশ হবে। এতে ভবিষ্যৎ নেতৃত্বের জন্য যে গুণগত মান প্রয়োজন, সেভাবে বেড়ে ওঠা সহায়ক হবে। দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬৫ হাজারের বেশি। শিক্ষার্থী রয়েছে প্রায় দুই কোটি। দুধের পাশাপাশি এসব বিদ্যালয়ে ডিমসহ পুষ্টিকর খাবার বিতরণ করার উদ্যোগ নিয়েছে সরকার।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com