1. : admin :
রাজউকের ৩০ হাজার নথি গায়েব, দুদকের কমিটি গঠনের তথ্য হাইকোর্টে - দৈনিক আমার সময়

রাজউকের ৩০ হাজার নথি গায়েব, দুদকের কমিটি গঠনের তথ্য হাইকোর্টে

অনলাইন ডেস্ক
    প্রকাশিত : সোমবার, ১ মে, ২০২৩

রাজউকের সার্ভার থেকে প্রায় ৩০ হাজার নথি গায়েবের ঘটনা অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সেকারণে সংস্থাটির সহকারী পরিচালক রাজিব হাসানকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন উপ-পরিচালক সুভাষ চন্দ্র দত্ত ও সহকারী পরিচালক আশিকুর রহমান। দুদকের অনুসন্ধান টিমের এক সদস্য বলেন, হাইকোর্টের একটি সুয়োমোটো রুলের আদেশের ওপর ভিত্তি করে রাজউকের সার্ভার থেকে ৩০ হাজার নথি গায়েবের ঘটনার তদন্ত চলছে। এ ঘটনার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তিন সদস্যের টিম গঠন করা হয়েছে। টিম কাজ শুরু করেছে। এখন তথ্য-উপাত্ত জোগাড় করা হচ্ছে। তিনি আরও জানান, অভিযোগ-সংক্রান্ত নথিপত্র চেয়ে আজ রোববার রাজউকে চিঠি পাঠানো হবে। অনুসন্ধান দ্রুত শেষ করে প্রতিবেদন দাখিল করা হবে। এদিকে, কমিটি গঠন করে হাইকোর্টে প্রতিবেদনও দাখিল করেছে দুদক। নথি গায়েবের বিষয়টি হাইকোর্টের নজরে আসার পর তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে দুদক। দুদকের সিনিয়র অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান সাংবাদিকদের এমন তথ্য নিশ্চিত করেন। দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান জানান, কমিটি নথি গায়েবের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে। আমরা কমিটি গঠনের বিষয়ে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করেছি। আশা করছি চলতি সপ্তাহে প্রতিবেদনটির ওপর হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন বেঞ্চে শুনানি হবে। এরপর আদালত পরবর্তী আদেশ দেবেন। এর আগে, গত ২ জানুয়ারি রাজউকের সার্ভার থেকে প্রায় ৩০ হাজার গ্রাহকের নথি গায়েব হয়ে যাওয়ার ঘটনায় ব্যাখ্যা তলব করেছিলেন হাইকোর্ট। ওইদিন আদেশে বলা হয়, ৩০ দিনের মধ্যে রাজউকের চেয়ারম্যানকে এ বিষয়ে ব্যাখ্যা দাখিল করতে নির্দেশ দেন আদালত। এ বিষয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত তৎকালীন বেঞ্চ এ আদেশ দেন। একই দিন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনটি আদালতের নজরে আনেন দুদকের সিনিয়র আইনজীবী মো. খুরশীদ আলম খান। এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। গত ২ জানুয়ারি একটি জাতীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, রাজউকের সার্ভার থেকে প্রায় ৩০ হাজার গ্রাহকের নথি গায়েব হয়ে যাওয়ার ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। গতকাল রোববার মন্ত্রণালয় থেকে এমন নির্দেশনা দেওয়া হয়। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ-১) মো. অলিউল্লাহ এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রযুক্তি বিশেষজ্ঞদের সমন্বয়ে রাজউককে একটি কমিটি গঠন করতে বলা হয়েছে। এই কমিটি সাত কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করে মন্ত্রণালয়ে প্রতিবেদন দেবে। মন্ত্রণালয় সূত্র জানায়, নথি গায়েবের ঘটনায় সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে কি না, তদন্ত কমিটি তা বের করবে। একই সঙ্গে এ ঘটনায় কারা জড়িত কিংবা কোনো কারিগরি ত্রুটি ছিল কি না, সেটি অনুসন্ধান করবে কমিটি। পাশাপাশি কেউ ষড়যন্ত্র করে এ ঘটনা ঘটিয়েছে কি না, সেটিও দেখা হবে। রাজউকের সার্ভার থেকে ভবন নির্মাণের অনুমোদন সংক্রান্ত প্রায় ৩০ হাজার গ্রাহকের আবেদনের নথিপত্র গত ৬ ডিসেম্বর গায়েব হয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com