সায়েম খান, মানিকগঞ্জ প্রতিনিধি:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ৫২ কিলোমিটার ম্যারাথন শেষ করেছেন দৌড়বিদ তাপস শীল।
হরিরামপুরের আয়রন ম্যান খ্যাত রানার তাপস শীল হরিরামপুর থেকে ঝিটকা রোডে একাধিক ইউটার্নে ৫২ কিলোমিটার ম্যারাথন শেষ করেন।
ম্যারাথন ২৬ শে মার্চ রবিবার দিবাগত রাত রাত ৩ টা থেকে শুরু করে সকাল ৯ টা ১১ মিনিটে শেষ করেন। তার সঙ্গী হিসেবে হাইড্রেশন সাপোর্ট দিয়েছেন রাকিব হোসেন সাগর।
ম্যারাথন শেষে ‘টাইগার পয়েন্ট ট্যুরস এ্যান্ড ট্র্যাভেলস’ খুলনার পক্ষ থেকে তাকে একটি মেডেল দেওয়া হয়। মেডেলটি হরিরামপুরের বীর মুক্তিযোদ্ধা বাবুল আক্তারোর গলায় পরিয়ে দেন তাপস শীল।
Leave a Reply