1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
মাদক সেবীদের পক্ষ নিয়ে সাংবাদিক পেটালেন যুবদল নেতা গেন্দা - দৈনিক আমার সময়

মাদক সেবীদের পক্ষ নিয়ে সাংবাদিক পেটালেন যুবদল নেতা গেন্দা

রিয়াজুল ইসলাম রিয়াজ,নাটোর
    প্রকাশিত : সোমবার, ৩১ মার্চ, ২০২৫

নাটোরের বাগাতিপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হানিফুর রহমান গেন্দাসহ অন্তত ১০জন মিলে আনোয়ার হোসেন অপু নামের স্থানীয় এক সাংবাদিককে মারপিট করেছে। শনিবার সন্ধ্যায় উপজেলার তমালতলা বাজারের ফিলোন মার্কেট এলাকায় সংবাদের তথ্য সংগ্রহ করার সময় ভুক্তভোগী ওই সাংবাদিককে দল বেধেঁ মারপিট করে আহত করে এই যুবদল নেতা। এ নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক আনোয়ার হোসেন অপু। তিনি এশিয়ান টিভির উপজেলা প্রতিনিধি এবং উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি পদে রয়েছেন।

সূত্রে জানা গেছে, ওইদিন সন্ধ্যায় ফিলোন মার্কেটের চাউল ব্যবসায়ী খেজের আলী তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে স্থানীয় কিছু মাদকসেবীর গাঁজা সেবনের প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে মাদকসেবীরা খেজের আলীকে লাঞ্ছিত করে। এ ঘটনার তথ্য সংগ্রহে গেলে মাদকসেবীদের পক্ষ নিয়ে দলবেধেঁ ওই সাংবাদিককে পেটান উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হানিফুর রহমান গেন্দা। এতে ভুক্তভোগী সাংবাদিকের শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম হয় এবং বাম কানে গুরুতর আঘাত পান তিনি।

ঘটনা সম্পর্কে জানতে চাইলে অভিযুক্ত উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হানিফুর রহমান গেন্দা বলেন, সাংবাদিকের সাথে সমান্য কথা কাটাকাটি হয়েছে। এটি নিয়ে তিনি স্থানীয় ভাবে মিমাংসা করতে চান।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, “সাংবাদিককে মারপিটের অভিযোগটি গ্রহণ করা হয়েছে। তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com