রাজধানীর উত্তরায় দিয়াবাড়ী গোল চত্তর এলাকায় দুলাল জর্দা খ্যাত ‘ভাই ভাই কোম্পানি’র ফ্যাক্টরিতে ভেজাল খাদ্য উৎপাদনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে র্যাব-১। অভিযানে প্রতিষ্ঠানটিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয় এবং ফ্যাক্টরিটি সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়।
সোমবার সন্ধ্যায় উত্তরার দিয়াবাড়ি গোল চত্বর এলাকায় মাইলস্টোন কলেজ রোডের ৮ নম্বর বাড়িতে র্যাবের এই অভিযান পরিচালনা করা হয়।
র্যাব হেডকোয়ার্টারের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপসচিব কাজী তামজীদ আহমেদ-এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে বি.এস.টি.আই. আইন, ২০১৮-এর অধীনে ১০টি মামলায় প্রতিষ্ঠানটিকে মোট ১০ (দশ) লক্ষ টাকা জরিমানা করা হয়। জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে তাৎক্ষণিকভাবে ফ্যাক্টরিটি সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়।
র্যাব সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অনুমোদনবিহীনভাবে ভেজাল খাদ্য, জুস,যৌন উত্তেজক ঔষুধ এবং পানীয় উৎপাদন ও বাজারজাত করে আসছিল, যা বিশেষ করে শিশুদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
অভিযান চলাকালে ফ্যাক্টরি থেকে বিপুল পরিমাণ ভেজাল খাদ্য তৈরির উপকরণসহ পাওয়ার প্লাস, জি-কোভ এবং জিনসিন নামের ক্ষতিকর উপাদান উদ্ধার করা হয়।
অভিযানে র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম এবং এএসপি পারভেজ রানা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জনস্বাস্থ্য রক্ষায় ভেজাল খাদ্য উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে কঠোরভাবে চালানো হবে।
Leave a Reply