ঢাকা জেলার বিভিন্ন ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা’র সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে চেক বিতরণ করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) শাহনাজ সুলতানাসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
দক্ষ, সেবামুখী ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকারের ধারাবাহিক কর্মকাণ্ডের অংশ হিসেবে এ উদ্যোগের মাধ্যমে ভূমি অধিগ্রহণ শাখা ৩ এর অধীন ৬টি এল.এ কেসমূলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পক্ষ হতে ২১ (একুশ) জনকে ১৬,৭১,৯৩,৫৩৪/২০ (ষোল কোটি একাত্তর লক্ষ তিরানব্বই হাজার পাঁচশত চৌত্রিশ টাকা বিশ পয়সা) টাকা, ভূমি অধিগ্রহণ শাখা ২ এর অধীন ১টি এল.এ কেসমূলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পক্ষ হতে ১ (এক) জনকে ১,২৫,৪৩,৯২৬/৯৪ (এক কোটি পঁচিশ লক্ষ তেতাল্লিশ হাজার নয়শত ছাব্বিশ টাকা চুরানব্বই পয়সা) টাকা ও ভূমি অধিগ্রহণ শাখা ৫ এর অধীন ২টি এল.এ কেসমূলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পক্ষ হতে ০৪ (চার) জনকে ২,৪৫,১০০৩৯/৩২ (দুই কোটি পয়তাল্লিশ লক্ষ দশ হাজার উনচল্লিশ টাকা বত্রিশ পয়সা) টাকাসহ সর্বমোট ২০,৪২,৪৭,৫০০/৪৬ (বিশ কোটি বিয়াল্লিশ লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশত টাকা ছেচল্লিশ পয়সা) টাকা ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের অধীন ক্ষতিপূরণ প্রদান করা হয়।
এদিকে এ উদ্যোগের মাধ্যমে ১৮/২০২০-২০২১ নং এল.এ কেসমূলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পক্ষ হতে ১ (এক) জনকে ৯৪,০০০/(চুরানব্বই হাজার) টাকা, ১৭/২০২০-২০২১ নং এল.এ কেসমূলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পক্ষ হতে ১১ (এগারো) জনকে ৭,০৮,১২,২৬৪/৯৫ (সাত কোটি আট লক্ষ বারো হাজার দুইশত চৌষটি টাকা পঁচানব্বই পয়সা) টাকা, ০১/২০২১-২০২২ নং এল.এ কেসমূলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পক্ষ হতে ০৩ (তিন) জনকে ১৯,৬২,১৩১/৮৩ (উনিশ লক্ষ বাষট্টি হাজার একশত একত্রিশ টাকা তিরাশি পয়সা) টাকা, ১৩/২০১৮-২০১৯ নং এল.এ কেসমূলে ক্ষতিগ্রস্ত ব্যাক্তিদের পক্ষ হতে ৩ (তিন) জনকে ৬,৫৩,৪০,৩২৩/২৩ (ছয় কোটি তিপ্পান্ন লক্ষ চল্লিশ হাজার তিনশত তেইশ টাকা তেইশ পয়সা) টাকা, ৩/২০২১-২২ নং এল.এ কেসমূলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পক্ষ হতে ০১ (এক) জনকে ২,০২,৭৬,৩৬০/০৮ (দুই কোটি দুই লক্ষ ছিয়াত্তর হাজার তিনশত ষাট টাকা আট পয়সা) টাকা, ০৩/২০১৮-২০১৯ নং এল.এ কেসমূলে ক্ষতিগ্রস্ত ব্যাক্তিদের পক্ষ হতে ০২ (দুই) জনকে ৮৭,০৮৪৫৪/১১ (সাতাশি লক্ষ আট হাজার চারশত চুয়ান্ন টাকা এগারো পয়সা) টাকা, ২২/২০১৫-২০৬ নং এল.এ কেসমূলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পক্ষ হতে ০১ (এক) জনকে ৭,৪০,৩১০/৮৮ (সাত লক্ষ চল্লিশ হাজার তিনশত দশ টাকা আটাশি পয়সা) টাকা, ১৪/২০২০-২০২১ নং এল.এ কেসমূলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পক্ষ হতে ০৩ (তিন) জনকে ২,৩৭,৬৯,৭২৮/৪৪ (দুই কোটি সাঁইত্রিশ লক্ষ ঊনসত্তর হাজার সাতশত আটাশ টাকা চুয়াল্লিশ পয়সা) টাকা ও ০২/২০১৮-২০১৯ এল.এ কেসমূলে ক্ষতিগ্রস্ত ব্যাক্তিদের পক্ষ ০১ (এক) জনকে ১,২৫,৪৩,৯২৬/৯৪ (এক কোটি পঁচিশ লক্ষ তেতাল্লিশ হাজার নয়শত ছাব্বিশ চুরানব্বই পয়সা) টাকার ক্ষতিপূরণ প্রদান করা হয়।
স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করার জন্য সরাসরি চেক বিতরণের ব্যবস্থা করা জানিয়ে অনুষ্ঠানে জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, জেলা প্রশাসন, ঢাকা ভূমি অধিগ্রহণ সংশ্লিষ্ট ক্ষতিপূরণ প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহীতার মাধ্যমে দ্রুত চেক বিতরণের উদ্যোগ গ্রহণ করেছেন। এছাড়া ভবিষ্যতে প্রকল্প এলাকায় ক্ষতিপূরণের চেক বিতরণের বিষয়ে তিনি অঙ্গীকার প্রদান করেন। ক্ষতিপূরণ প্রাপ্তির জন্য দালাল চক্রের খপ্পরে না পড়তে সতর্কও করেন তিনি।
Leave a Reply