উপাঁচার্য (ভিসি) নিয়োগ না করা পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো চালু করা যাবে না বলে মনে করেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। বুধবার সচিবালয়ে সমসাময়িক বিষয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। শিক্ষা উপদেষ্টা বলেন, ৫০টির মতো বিশ্ববিদ্যালয় আছে। ৪০টির মতো বিশ্ববিদ্যালয়ে কোনো অভিভাবক নেই। ৪২টিতে উপাঁচার্য নেই।
উপাঁচার্য নিয়োগ না করা পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলো চালু করা যাবে না। শেখ হাসিনার সরকার পতনের পর পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভিসি, প্রোভিসি, ট্রেজারার পদত্যাগ করেন। এক মাস পর গত ১৮ আগস্ট থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হলেও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো খোলেনি।
এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের কীভাবে মূল্যায়ন হবে, তা সিদ্ধান্ত হয়নি: এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা বাতিলের পর কীভাবে মূল্যায়ন হবে তা এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। এইচএসসি পরীক্ষা বাতিলের পর কীভাবে মূল্যায়ন হবে জানতে চাইলে তিনি বলেন, আমার কোনো ধারণা নেই। কালকে যে অনভিপ্রেত ঘটনা ঘটেছে, আমি এখন পর্যন্ত চিন্তা করার সুযোগ পাইনি। তিনি বলেন, বোর্ড আছে, এক্সপার্ট আছে। তারা এটা সিদ্ধান্ত নিয়ে আমাদের জানাবে। গতকাল মঙ্গলবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন। গত ৩০ জুন থেকে সারা দেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবারে পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে গত ১৮, ২১, ২৩ ও ২৫, ২৮ জুলাই ও ১ ও ৪ আগস্টের পরীক্ষা স্থগিত করা হয়। সবশেষে ১১ সেপ্টেম্বর থেকে নতুন সূচিতে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু নতুন করে আর পরীক্ষা না নিয়ে যেগুলো হয়েছে সেগুলোর ওপর ভিত্তি করে এইচএসসির ফলাফল প্রকাশের দাবি নিয়ে শত শত পরীক্ষার্থী গত মঙ্গলবার দুপুরে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে ঢুকে পড়ে। পরে তাদের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসে শিক্ষা মন্ত্রণালয়। পরে অবশিষ্ট পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত হয়।
Leave a Reply