–রানা বর্তমান
সমস্ত ক্যাম্পাসে পোস্টার ব্যানার ফেস্টুন কিংবা মাইকিং করব।
একা আমি টিএসসির মোড়ে দাঁড়িয়ে, চিৎকার দিয়ে বলবো ভালোবাসি তোমায়।
চারুকলার বকুলতলায় পৃথিবীর সর্ববৃহৎ ক্যানভাসে, তুলিতে রং মেখে চিত্রায়িত করবো তোমায়।
বিদ্রোহী কবি কাজী নজরুলের সমাধি থেকে লাশটি সরিয়ে, তোমার জন্য আমি দিব আত্ম দান।
যুবক-যুবতীরা শ্রদ্ধা করবে আমায়, আমি এক বিদ্রোহী প্রেমীক রয়েছে যথেষ্ট প্রমাণ।
সোহরাওয়ার্দী উদ্যানের সমস্ত গাছ কেটে, আমি আবার ঐতিহাসিক রেসকোর্স ময়দান বানাবো।
বঙ্গবন্ধুর বর্জ্য কন্ঠর ন্যায় আমি উচ্চারিত করব।
আমি যখন তোমাকে চাইতে শিখেছি, কেউ আমাকে দাবায় রাখতে পারবে না।
ভালোবাসা যখন দিয়েছি, ভালোবাসা আরো দেব।
সব প্রেমিক-প্রেমিকাদের একাকীত্ব,নিঃসঙ্গতা দূর করে ছাড়ব ইনশাআল্লাহ।
এবারের সংগ্রাম, আমার ভালোবাসা সংগ্রাম। এবারের সংগ্রাম, তোমাকে পাবার সংগ্রাম।
Leave a Reply