1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বাবার চিকিৎসার জন্য কিডনি বিক্রি করতে চায় ছেলে - দৈনিক আমার সময়

বাবার চিকিৎসার জন্য কিডনি বিক্রি করতে চায় ছেলে

জবি প্রতিনিধি
    প্রকাশিত : বুধবার, ১৫ মে, ২০২৪
Oplus_131072
 হৃদরোগে আক্রান্ত বাবার চিকিৎসার জন্য নিজের কিডনি বিক্রি করতে চায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফতেহ আলী খান আকাশ।
মঙ্গলবার (১৪ মে) তার নিজস্ব ফেসবুক একাউন্ট থেকে কিডনি বিক্রি করার সহযোগিতা চেয়ে একটি পোস্ট শেয়ার করেন।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন,  ‘আব্বুর হার্টে ব্লক ধরা পড়েছে। অক্সিজেন মিটার ৩৫% এ নেমে আসছে। জরুরি ভিত্তিতে ভর্তি করাতে হবে। ডাক্তার বলছে পেইসমেকার লাগাতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। কিন্তু এই মুহূর্তে পেইসমেকার লাগানোর মত এত টাকা আমার কাছে নাই। তাই আমি আমার একটা কিডনি বিক্রি করে দিতে চাচ্ছি। ঢাকায় কোথায় কিডনি বিক্রি হয়? এক কিডনি নিয়ে বেঁচে থাকতে পারবো, আব্বুকেও বাঁচাতে পারবো।’
এ বিষয় ফাতেহ আলি খান আকাশ বলেন, বাবার হার্টে ব্লক ধরা পড়েছে। হার্ট রেট ৩৫% এ নেমে আসায়  ডাক্তার দ্রুত সময়ের মধ্যে পেসমেকার বসাতে বলছে। পেসমেকার ও অপারেশন চার্যসহ ৫ লক্ষ টাকা খরচ হবে যা ঐ মূহুর্তে আমার পরবারের কাছে নেই। তাই কিডনি বিক্রি করতে ফেসবুকে পোস্ট দেওয়া। কিডনি বিক্রি করে হলেও আমি আমার বাবাকে বাঁচাতে চাই।
তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
সাহায্য পাঠানোর জন্য ফাতেহ আলী খানের বিকাশ: 01799510783, নগদ: 01603581638, ডিবিবিএল: 7017341975820 এ নাম্বার গুলো ব্যবহার করা যাবে।
উল্লেখ্য, আকাশের বাবা হায়দার আলি খান বর্তমানে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে ভর্তি আছে।
Show quoted text

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com