বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকায় অবস্থিত শিশু নিকেতন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টায় শিশু নিকেতন স্কুলের প্রধান শিক্ষক শামীমা ইয়াসমীনের সভাপতিত্বে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।
শিশু নিকেতন স্কুলের সহকারী শিক্ষিকা সুরাইয়া হক এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি এবং কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. জি. এম. মুজিবর রহমান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন – বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ শহীদুল হক, কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মাসুম আহমাদ, জিটিআই এর পরিচালক প্রফেসর ড. বেনতুল মাওয়া, কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আশিক-ই-রব্বানী, যন্ত্র সংরক্ষণ শাখার প্রধান প্রকৌশলী সালেহ্ আহমদ এবং অভিভাবকবৃন্দ।
Leave a Reply