বাংলাভিশন চ্যানেলে আজ থেকে শুরু হতে যাচ্ছে নতুন ধারাবাহিক নাটক রঙ্গিল পুতুল” এর প্রচার। আজ প্রথম পর্ব শুরু হচ্ছে, এরই ধারাবাহিকতায় আজ ২৩ মে থেকে প্রতি শুক্র ও শনিবার রাত ৮: ২৫ মিনিটে বাংলাভিশন- এ নিয়মিত চলবে ধারাবাহিক নাটক “রঙিলা পুতুল। শামস করিম এর পরিচালনায় মানস পালের রচনায় রঙ্গিলা পুতুল ধারাবাহিক নাটকের টাইটেল গানটি লিখেছেন বিনোদন সাংবাদিক ও গীতিকার আশিক বন্ধু, গানটিতে কন্ঠ দিয়েছেন শাহনাজ বেলী ও সুমন কল্যাণ৷ নতুন এই ধারাবাহিক নাটকের অভিনয় শিল্পীরা হলেন মোশারফ করিম, ফারজানা মিহি, মিম চৌধুরী , ঝুনা চৌধুরী, শাহানা আফরোজ স্বপ্না, শহীদুল্লাহ সবুজ , জান্নাতুল স্বর্ণা, শফিক খান দিলু, শম্পা নিজাম, জাবেদ গাজী, জিন্নাত ফারজানা চাঁদনী, শরীফ হোসেন ইমন, মিথিলা তাবাসসুম, নূর এ কাঞ্চন, রিপা রঞ্জনা, মারুফ মিঠু, রাশেদা রাখি, ত্বারিক স্বপন , পঙ্কজ মজুমদার , মনীষা শিকদার , অরিত্রি, এমআই জুয়েল, রহিম সুমন, এইচ এম আমির এবং অন্যান্য। পরিচালক শামস করিম বলেন- গল্প যত এগিয়ে যাবে দর্শকরা তত বিনোদিত হবেন। মানুষের বাস্তবতা, সুখ ব্যথা, স্বপ্ন আনন্দ সব নিয়ে রঙ্গিলা পুতুল আশা করছি দর্শকদের হতাশ করবেনা। সবাই রঙ্গিলা পুতুলের সাথে থাকবেন, প্রতিপর্বে গল্প নানা চরিত্রে জমে যাবে। নাটকটির চিত্রগ্রহনে রয়েছেন হিমেল সরকার, অঞ্জন করিম এবং শামসুল ইসলাম লেলিন। সম্পাদনা এবং রং বিন্যাসে এস আই শামীম। শামস করিমের সাথে প্রধান সরকারি পরিচালক হিসেবে আছেন ফয়সাল আগুন।
Leave a Reply