বরিশাল প্রতিনিধি:
বরিশাল সদর হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে ফাতেমা আক্তার (২২) নামে এক রোগী আহত হয়েছেন। ২২ মার্চ বুধবার দুপুরে হাসপাতালের ১ নম্বর ভবনের দোতলায় এ ঘটনা ঘটে। এ সময় হাসপাতালে চিকিৎসা নিতে আসা ফাতেমা আক্তার মাথায় আঘাত পেয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালের ১ নম্বর ভবনের দোতলায় নিজের কক্ষে রোগী দেখছিলেন ডা. মির্জা লুৎফর রহমান।
এমন সময় চিকিৎসকের টেবিলে ও ফাতেমা আক্তারের মাথায় সিলিং থেকে পলেস্তারা খসে পড়ে। সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মলয় কৃষ্ণ বরাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এর আগেও একাধিকবার পলেস্তারা খসে পড়ে রোগী ও চিকিৎসক আহত হয়েছেন। এজন্য দায়িত্ব পালনকালে চিকিৎসকরাও আতঙ্কে থাকেন। হাসপাতালের এক রোগী জানান, তিনিসহ ৮-১০ রোগী ডাক্তার দেখানোর জন্য ১ নম্বর ভবনের নিচ তলায় লাইনে দাড়িয়ে ছিলেন।
এ সময় উপরে বিকট শব্দ হয়। ছুটে গিয়ে দেখতে পান চিকিৎসকের কক্ষে ছাদের পলেস্তারা খসে পড়েছে। রেহেনা ফেরদৌস নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, আমি ডা. মির্জা লুৎফর রহমানকে দেখাতে এসেছিলাম। আমার চোখের সামনেই পলেস্তারা খসে পড়েছে। চিকিৎসক অল্পের জন্য রক্ষা পান। ডা. মির্জা লুৎফর রহমান বলেন, সদর হাসপাতালের বেশিরভাগ ভবনই জরাজীর্ণ। রোগী দেখার সময় আতঙ্কে থাকতে হয়। অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছি।
Leave a Reply