1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
বরিশাল নগরীতে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা এবং ৫০ বস্তা নকল ডিটারজেন্ট জব্দ - দৈনিক আমার সময়

বরিশাল নগরীতে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা এবং ৫০ বস্তা নকল ডিটারজেন্ট জব্দ

অনলাইন ডেস্ক
    প্রকাশিত : সোমবার, ২৭ মার্চ, ২০২৩

বরিশাল প্রতিনিধি :
ব‌রিশাল নগরীতে ৫০ বস্তা নকল ডিটার‌জেন্ট জব্দ ক‌রে‌ছে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর। সোমবার দুপু‌রে নগরীর ক‌বি জীবনানন্দ দাশ সড়‌কে এই অ‌ভিযান প‌রিচালনা করা হয়। এ সময় একটি মি‌নি ট্রাক ভ‌র্তি ৫০ বস্তা নকল রিন পাওয়ার হোয়াইট ডিটার‌জেন্ট পাউডার জব্দ করা হয়। এই পন‌্য ঢাকার নবাবগঞ্জের নাম সর্বস্ব কারখানা থেকে বরিশালে ব্যবসার উদ্দেশ্যে নিয়ে আসে এক হকার ব্যবসায়ী। ঐ ব‌্যবসায়ী জানান, তি‌নি জা‌নেন না এই পন‌্যগু‌লো নকল কিনা। আর ভোক্তা অ‌ধিদপ্তর বল‌ছে, রিম কোম্পানীর নকল ডিটার‌জেন্ট এগু‌লো‌। নকল ডিটারজেন্ট ব্যবসার সাথে জড়িত মোঃ পলাশ, নজরুল গাজী ও মিলনকে ১০ হাজার টাকা জরিমান করে এবং পরবর্তী জব্দকৃত ডিটার‌জেন্ট পাউডার গুলো ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর উপস্থিতিতে নষ্ট করে দেয়া হয়। এছাড়া নগরীর নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে আরো ১০ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রাণী মিত্র। অভিযানে সহযোগিতা করে বরিশাল কোতয়ালী মডেল থানার এসআই আরাফাত হাসানসহ পু্লিশের টিম এবং ১০ এপিবিএন বরিশলের একটি টিম। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক সুমী রানী মিত্র  বলেন, আমাদের বাজার তদারকি অভিযান অব্যহত রয়েছে। রমজানকে কেন্দ্র করে অযথা কেউ মূল্য বৃদ্ধি করবে তা হবে না।ভোক্তা অধিকার ক্ষুন্ন হয় এমন কোন ঘটনা ঘটলে প্রমানসহ লিখিত অভিযোগে অবগত করুন বা ১৬১২১ নম্বরে যোগাযোগ করুন। অভিযোগ প্রমানিত হলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহন করবো। তিনি আরো বলেন, রমজানে যারা দাম বাড়াবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। মানুষের জন্য বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করে যাচ্ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় স্থানীয়দের মাঝে ভোক্তা অধিকার আইন সংক্রান্ত লিফলেট, প্যাম্ফলেট বিতরণ করা হয় এবং হ্যান্ড মাইকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com