বরিশাল জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ বেলায়েত হোসেনের বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২১ অক্টোবর সোমবার সকালে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সম্মেলন কক্ষে জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ বেলায়েত হোসেনের বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম। বিদায় সংবর্ধনায় রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ তথা সহকর্মীদের বক্তব্যে বিদায়ী অতিথি কর্মময় জীবনে একজন দক্ষ, গুণী, ফোর্স বান্ধব ও মানবিক গুণাবলী সম্পন্ন চৌকশ কর্মকর্তা হিসেবে প্রশংসিত ও সকলের ভালবাসায় সিক্ত হন। এ সময় বক্তারা বিদায়ী অতিথির ব্যক্তিগত ও পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করে নতুন কর্মস্থলে তার এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সহকর্মীদের ভালোবাসায় সিক্ত বিদায়ী অতিথি বরিশালে তার অল্প দিনের কর্মময় জীবন অতিবাহিত করার অনুভূতি ব্যক্ত করেন। উল্লেখ্য যে বিদায়ী অতিথির পরবর্তী কর্মস্থল অতিরিক্ত ডিআইজি পিবিআই ঢাকা। বরিশাল রেঞ্জের পক্ষ থেকে বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা সূচক ক্রেস্ট প্রদান করেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম। এ সময় উপস্থিত ছিলেন বরিশল রেঞ্জ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, অফিসার, ফোর্স ও সিভিল স্টাফগণ।
Leave a Reply