1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
বরিশালে ২৪ ঘন্টায় ডেঙ্গু রোগী বেড়ে ১৮৫ জন - দৈনিক আমার সময়

বরিশালে ২৪ ঘন্টায় ডেঙ্গু রোগী বেড়ে ১৮৫ জন

বরিশাল প্রতিনিধি
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৪ ঘণ্টায় ১৮৫ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এদিকে গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হওয়া ১৭০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়া রোগীর যার মধ্যে শুধু বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ৫৭ জন ভর্তি হয়েছেন। ফলে এই হাসপাতালে বর্তমানে ১৫৫ জন রোগী ভর্তি রয়েছেন। এছাড়া বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে ২৭ জন, পটুয়াখালীতে ৩৩ জন, ভোলায় ১৫ জন, পিরোজপুরে ৩১ জন, বরগুনায় ১৩ জন ও ঝালকাঠীতে ৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী সব মিলিয়ে বুধবার ১৯ জুলাই পর্যন্ত বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ৫০৪ জন রোগী ভর্তি আছেন। ১ জানুয়ারি থেকে এসব হাসপাতালে ২ হাজার ২৬৭ জন রোগী ভর্তি হন। সুস্থ হয়ে ফিরেছেন ১ হাজার ৭৬০ জন এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর মৃত্যু হয়। স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, ডেঙ্গু নিরোধে সচেতনতাই প্রধান কাজ। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না। আর বিভাগের সকল সরকারি হাসপাতালে নির্দেশনা দেওয়া আছে যেন ডেঙ্গু রোগীদের অতি গুরুত্ব দিয়ে দেখা হয়। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম বলেন, প্রতিদিন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে। জনবলসহ নানান সংকট থাকা সত্ত্বেও চিকিৎসকরা সর্বোচ্চ চিকিৎসা দিচ্ছেন। হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড খোলা হয়েছে জানিয়ে তিনি বলেন, আমাদের শেবাচিম হাসপাতালে ডেঙ্গু রোগীর চিকিৎসা দেয়ার জন্য ইতিমধ্যে ২০০ বেড রয়েছে। আরো ১০০ বেড প্রস্তুত করে রাখা হয়েছে। প্রয়োজন হলে তাও ব্যবহার করা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com