1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
বরবাদের আইটেম গানে নাচবে শাকিব-নুসরাত - দৈনিক আমার সময়

বরবাদের আইটেম গানে নাচবে শাকিব-নুসরাত

আমার সময় অনলাইন
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
কদিন আগেই প্রেক্ষাগৃহে এসেছে শাকিব খানের ‘দরদ’। সে ছবির আইটেম গান ‘দুষ্টু কোকিল’Ñএ পারফর্ম করেছেন টলিউডের জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী। বর্তমানে ভারতের মুম্বাইয়ে চলছে শাকিবের পরবর্তী বিগ বাজেটের ‘বরবাদ’ সিনেমার শুটিং। এবার খানসাহেবের এ বিগ প্রজেক্টেও যুক্ত হচ্ছেন টলিউডের আরেক শীর্ষ নায়িকা নুসরাত জাহান। জানা গেছে, বরবাদের আইটেম গানে শাকিবের সঙ্গে পারফর্ম করবেন তিনি। 
এর আগেও শাকিব খানের সঙ্গে পর্দা ভাগাভাগি করেছেন নুসরাত। ২০১৮ সালে যৌথ প্রযোজনার ‘নাকাব’ সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছিলেন টালিউডের শীর্ষ এ নায়িকা। এরপর একসঙ্গে তাদের দেখা যায়নি। আবারও শাকিব খানের ছবিতে দেখা যাবে নুসরাতকে।

সম্প্রতি ভারতের মুম্বাইয়ে শুটিং হয়েছে শাকিব খানের বরবাদ সিনেমার। নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় যেখানে ঢালিউড সুপারস্টারের বিপরীতে দ্বিতীয়বার জুটি বাঁধছেন টলিউডের ইধিকা পাল। ইতোমধ্যে সিনেমাটির প্রথম লটের শুটিং সম্পন্ন হয়েছে। দ্বিতীয় লটের শুটিং হবে ডিসেম্বরে। এ সিনেমার আইটেম গানে দেখা যাবে নুসরাত জাহানকে। মুম্বাইয়ে গানটির শুটিংও সেরে ফেলেছেন তিনি।

কলকাতার গণমাধ্যমকে এ তথ্য নুসরাত নিজেই জানিয়েছেন। তিনি বলেন, ‘একটা ভালো গানে পারফর্ম করার অভিজ্ঞতা সব সময় ভালো হয়। শাকিব খানের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। এখনই সব বলতে চাচ্ছি না। গানটির জন্য শুধু অপেক্ষা করছি। আপনারাও অপেক্ষা করুন। আশা রাখছি, ধামাকা কিছু দিতে পারব।’

এদিকে কয়েক দিন আগেই শাকিব খান জানিয়েছেন, সুপারহিট তুফানের দ্বিগুণ বাজেটে নির্মিত হচ্ছে বরবাদ। আগামী বছরের ঈদুল ফিতরে এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

 

 

প্রসঙ্গত, বর্তমানে দেশের সিনেমা হলে চলছে শাকিব খান অভিনীত দরদ। এটি পরিচালনা করেছেন অনন্য মামুন। যেখানে শাকিবের নায়িকা হিসেবে রয়েছেন বলিউডের সোনাল চৌহান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com