– রানা বর্তমান
আমি একটা প্রেমিক হবো,
এই শহরের বুকে।
তোমার সেবা করতে করতে,
নিজেকে দিবো চুকে।।
মনের গহীন তোমারি বাস,
রাখবো চোখে চোখে।
তোমায় যারা বাসবে ভালো,
সবাইকে দিবো রুখে।
আমি একটা প্রেমিক হবো,
এই শহরের বুকে।।
ঝাপটে রাখবো হৃদমাঝারে,
পাখির ছানা করে।
তুমি আমার পরানপাখি,
চিন্তা তোমায় ঘিরে।
আমি একটা প্রেমিক হবো,
এই শহরের বুকে।।
Leave a Reply