1. : admin :
প্রধানমন্ত্রীর ঘর পেল ময়মনসিংহের ১১৪জন গৃহহীন  - দৈনিক আমার সময়

প্রধানমন্ত্রীর ঘর পেল ময়মনসিংহের ১১৪জন গৃহহীন 

শুভ বসাক, ময়মনসিংহ
    প্রকাশিত : বুধবার, ২২ মার্চ, ২০২৩
বাংলাদেশের ভূমিহীন ও গৃহহীন মানুষের আবাসন নিশ্চিতকল্পে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম উদ্ভাবন হচ্ছে আশ্রয়ণ প্রকল্প। ‘দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ময়মনসিংহ সদর উপজেলায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছেন আরও ১১৪ ভূমিহীন ও গৃহহীন পরিবার। বুধবার ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ঘরগুলোর উদ্বোধন করার পর ১১৪ জন সুবিধাভোগী পরিবারের মধ্যে ঘরগুলো হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম। এর আগে গত ২০ মার্চ সোমবার
চতুর্থ পর্যায়ের জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং করে সদর উপজেলা প্রশাসন।সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান শাহীন। এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) এইচ.এম. ইবনে মিজান, সাবেক জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ মমতাজ উদ্দিন মন্তা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সহঃ পরীক্ষা নিয়ন্ত্রক বীর মুক্তিযোদ্ধা মোঃ ইশরাক আলী, সদর উপজেলা পরিষদের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনিরুল হক ফারুক রেজাসহ প্রমূখ। এ সময় ইউএনও শফিকুল ইসলাম জানান, একটি মানুষও গৃহহীন থাকবে না মাননীয় প্রধানমন্ত্রীর এ ঘোষণাকে সামনে রেখে আমরা কাজ করে চলেছি। তৃণমূল পর্যায়ে ইউপি চেয়ারম্যান ও সচিবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে নিয়ে আমরা চেষ্টা করেছি প্রতিটি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে সনাক্ত করার জন্য। তাদের সহযোগিতায় আমরা প্রকৃত গৃহহীন ও ভূমিহীন পরিবারকে সনাক্ত করে তাদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর করতে পেরেছি। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী এবং ভূমিহীন পরিবারের সদস্যসহ সাংবাদিকবৃন্দ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com